ডলফিন নিরীহ জীব হলেও এদের সংসার আছে, বন্ধুদের দল আছে, আবার শত্রুও আছে! সাম্প্রতিক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ডলফিন নিরীহ জীব হলেও এদের সংসার আছে, বন্ধুদের দল আছে, আবার শত্রুও আছে! সাম্প্রতিক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
13 Feb 2023, 09:26 PM

ডলফিন নিরীহ জীব হলেও এদের সংসার আছে, বন্ধুদের দল আছে, আবার শত্রুও আছে! সাম্প্রতিক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ডলফিন সমুদ্রের নিরীহ প্রাণীদের মধ্যে অন্যতম। দেশে ডলফিনের দেখা মেলে বঙ্গোপসাগর সংলগ্ন নদীতে। কিন্তু আদতেই এমনটা হয় না। বরং ডলফিন সামুদ্রিক প্রানী হওয়াই এদের বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যায়। ডলফিনরা তো একেবারে সামাজিক জীব। এদের ছোট সংসার আছে, বন্ধুদের দল আছে, আবার শত্রুও আছে। ডলফিনদের যতটা বুদ্ধিমান মনে করা হয়, তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান এই প্রাণী। 

এই ডলফিনদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। কারণ বিজ্ঞানীরা মনে করেন অনেকটা মানুষের মতোই মনের ভাব প্রকাশ করতে পারে ডলফিনরা। এমনকি প্রেম নিবেদনও করে, আবার বিপদে পড়লে বন্ধুকে সংকেতও পাঠায়। এই সব কিছুকে নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা একটি নতুন রহস্য ভেদ করলেন। 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, দু'টি পুরুষ ডলফিন অন্তত ১৫ বছর একসঙ্গে থাকতে পারে। কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন আরও চাঞ্চল্যকর তথ্য। ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডার জীববিজ্ঞানীদের একটি নতুন গবেষণায় আবিষ্কার করা হয়েছে যে, "ডলফিন দীর্ঘমেয়াদী জুটিতে বিশ্বাসী। তারা অন্তত দীর্ঘ ১৫ বছর একে অপরের সঙ্গে থাকে। প্রত্যেকে অন্যের উইংম্যান হিসাবে কাজ করে।"

বিজ্ঞানীরা এটিকে "ব্রোম্যানেস" (Dolphin Bromance) বলে উল্লেখ করেছেন। তারা এও বলছেন, একটি মহিলা ডলফিন যাতে অন্য কোনও পুরুষ ডলফিনের সঙ্গে মিলনে আবদ্ধ না হতে পারে, সেই জন্য তার সঙ্গী ডলফিনটি অন্য আর একটি পুরুষ ডলফিনের সঙ্গে মিলনে আবদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে দু'টি পুরুষ ডলফিন পরস্পরকে সাহায্য করে।

জীববিজ্ঞানীরা বোতলনোজ ডলফিনের উপর গবেষণা করে এমন তথ্য পেয়েছেন। 'বোতলনোজ' হল ডলফিনের একটি সুপরিচিত প্রজাতি যা সারা বিশ্ব জুড়ে থাকে এবং এরা অবিশ্বাস্য বুদ্ধিমত্তার জন্য বিশেষ পরিচিত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, এই ধরনের ডলফিনের ব্য়বহার অনেকটা মানুষের মতো। ফলে বিজ্ঞানীরা এদেরকেই বেছে নিয়েছিলেন গবেষণার জন্যে। 

Mailing List