আবাস যোজনায় ঘুষ চাওয়ার অভিযোগ, বিডিও অফিসের আধিকারিকের বিরুদ্ধে

আবাস যোজনায় ঘুষ চাওয়ার অভিযোগ, বিডিও অফিসের আধিকারিকের বিরুদ্ধে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আবাস যোজনা নিয়ে এতদিন অভিযোগ উঠতো শাসক তৃণমূলের নেতা নেত্রী, জনপ্রতিনিধিদের উপর। সেই অনুযায়ী তাদের দূরে সরিয়ে রেখে সরকারি আধিকারিক, আমলাদের দিয়ে আবাস যোজনার ন্যায্য উপভোক্তাদের তালিকা তৈরি করার জন্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকে রাজ্যজুড়ে আবাস যোজনা তালিকা তৈরি করতে গিয়েছেন বিডিও, এসডিও, থানার আইসি থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের আধিকারিকরা। এবার বিডিও অফিসের এক অফিসারের বিরুদ্ধেই আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বিডিও অফিসের ব্লক ইনফরমেটিভ অফিসার (বি আই ও) আবাস যোজনায় নতুন নাম নথিভুক্ত করে দেবেন বলে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে নিয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি দিনহাটা ১ বিডিও অফিসের। এই অভিযোগে স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার কিছুক্ষণ পরেই দিনহাটা ১ বিডিও অফিসের বি আই ওর ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজউদ্দিন মিয়া বলেন, ঘরের তালিকা তৈরি করার জন্য প্রতি নাম পিছু পাঁচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তাই এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্লক ইনফরমেটিভ অফিসার কোনো মন্তব্য করেননি। দিনহাটার বিডিও মদনমোহন মুর্মূ জানিয়েছেন, সমস্যা সামান্য হয়েছিল। তা মিটে গিয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


