গ্যাস দুর্ঘটনার জেরে অসুস্থ ব্যক্তির মৃত্যুর অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে গ্যাস স্টেশনের গেটের সামনে দেহ ফেলে বিক্ষোভ

গ্যাস দুর্ঘটনার জেরে অসুস্থ ব্যক্তির মৃত্যুর অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে গ্যাস স্টেশনের গেটের সামনে দেহ ফেলে বিক্ষোভ
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
বিকট শব্দে গ্যাস পাইপের গ্যাস ফেটে বের হওয়ার ঘটনাতে অসুস্থ হয়ে পড়া ব্যক্তির মৃত্যু হল বুধবার সকালে। পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় বুধবার তাঁর মৃত্যু হয়। এদিন সেই খবর গ্রামে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এদিন বিকেলে মৃতদেহ রঘুনাথপুর ২নম্বর ব্লকের পাথরখুনিয়া গ্রামের কাছে অবস্থিত গেল ইন্ডিয়া লিমিটেডের ইন্টার মিডিয়েট পিগিং ষ্টেশনের মূল গেটের সামনে ফেলে রেখে ক্ষতিপূরণের দাবি জানায় মৃতের পরিবারের আত্মীয়রা। মৃতের ভাইপো সুশান্ত মাহাত বলেন, গেলের গ্যাস দুর্ঘটনার কারণেই অসুস্থ হয়ে কাকার মৃত্যু হয়েছে। আমরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত রবিবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের পাথরখুনিয়া চাতরমহুল গ্রামের কাছে ভারত সরকারের গেল ইন্ডিয়া লিমিটেডের ইন্টার মিডিয়েট পিগিং ষ্টেশনের মধ্যে বিকট শব্দ করে গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হওয়ার ঘটনায় ঐদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিকট শব্দ হয়ে গ্যাস বের হতে থাকায় গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত যে গ্রাম ছেড়ে সকলেই পালিয়ে যান। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছিল এক গ্রামবাসী।
তাঁর নাম বঙ্কিম মাহাত। ঐ দিন তাকে চিকিৎসার জন্য প্রথমে স্হানীয় বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা সংকটজনক হওয়ার কারণে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে তার মৃত্যু হয়। এরপরই গ্রামে শোকের ছায়া নেমে আসে।


