রবিবার হাওড়া বর্ধমান কর্ডলাইনে সব লোকাল ট্রেন বাতিল

রবিবার হাওড়া বর্ধমান কর্ডলাইনে সব লোকাল ট্রেন বাতিল
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বেলানগর স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার অর্থ্যাৎ ২৬ মার্চ কোনও লোকাল ট্রেন চলবে না। পূর্ব রেলের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানান হয়েছে। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ওইদিন পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা রয়েছে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে ওইদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সাধারণ যাত্রীরাও ওই ট্রেনে উঠতে পারবেন বলে জানিয়েছে পূর্ব রেল।
শুক্রবার পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং আছে, তা পুরোপুরি বদলে ফেলা হবে। সেজন্য রবিবার রাত ১২ টা ৩০ মিনিট থেকে রাত পরদিন সোমবার রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বেলানগর স্টেশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। সেজন্য রবিবার রাত ১২ টা থেকে পরদিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেদিনের দুই জোড়া স্পেশাল লোকাল ট্রেন কখন বর্ধমান বা হাওড়া থেকে ছাড়বে এবং কখন বর্ধমান বা হাওড়ায় পৌঁছাবে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের প্রয়োজনে বর্ধমান-ডানকুনি লাইনে কিছু স্পেশাল ট্রেন চালানো হবে ওইদিন।


