আলিপুরদুয়ার চা সুন্দরীর একটি ঘর আমার জন্যও রেখো, আলিপুরদুয়ারে বললেন মমতা, চা শ্রমিকদের জন্য কী দিলেন? চা শ্রমিকদের অনেক সময় দেখা যায় বাচ্চা কোলে কাজ করতে। তাতে ভীষণ কষ্ট হয়। আর সে জন্য বাচ্চাদের দেখভাল করার ব্যবস্থাও করছে সরকার। 19 Jan, 2023 মঞ্চে বসলেন না অভিষেক, একবার উঠে নমষ্কার করেই চলে গেলেন কেন? কারণ, তিনি জানিয়েছিলেন, যেহেতু এটা সরকারি অনুষ্ঠান তাই তিনি মঞ্চে থাকবেন না। 19 Jan, 2023 বিবেকানন্দের ভাবধারা ছড়িয়ে দিতে আলোচনাচক্রের আয়োজন আলিপুরদুয়ারে গত ১৯ ডিসেম্বর এই বিবেকানন্দ পাঠচক্রের সূচনা হয়েছিল। তবে খুব দ্রুতই অল্পবয়সীদের ভিড় এখানে জমেনি। 12 Jan, 2023 তৃণমূলের বুথ স্তরের মিটিংয়ে বক্তব্য রাখছেন থানার ওসি! ভিডিও শেয়ার করে শুভেন্দুর তোপ আর সেই ভিডিও শেয়ার করে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ভিডিও থেকে দেখা যাচ্ছে, ওসি বক্তব্য রাখছেন। 11 Jan, 2023 আদালতে হাজিরা দিলেন অমিত শাহের ডেপুটি, ফাঁসানো হয়েছে, দাবি নিশীথের প্রায় ১৪ বছর আগে আলিপুরদুয়ার শহরের কাছে দুইটি সোনার দোকানে একটা চুরির ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম জড়িয়ে ছিল। 10 Jan, 2023 বিধ্বংসী আগুন ফালাকাটায়, ঘটনাস্থলে দমকল স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার ওই গুদামে বস্তার পাশাপাশি প্রচুর প্লাস্টিকের বস্তা এবং থার্মোকল মজুত করা ছিল। 08 Jan, 2023 দিদির দূত কর্মসূচি শুরু হচ্ছে আলিপুরদুয়ারে, ঘোষণা জেলা সভাপতির আগামী ১১ জানুয়ারি থেকে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেসের তরফে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। 05 Jan, 2023 একেই অবৈধ নিয়োগ, তার উপরে আসেন না স্কুলে, প্রক্সি দিচ্ছেন অন্য একজন, ঘটনাটি কি? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মী মাঝেমধ্যে স্কুলে ক্লাস করাতেন। 02 Jan, 2023 পঞ্চায়েতে তালা লাগিয়েও স্বস্তি মেলেনি, অবরোধও করলেন মহিলারা, শ্লোগান তুললেন, পুলিশ হঠাও ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-২ গ্রাম পঞ্চায়েতে। প্র 26 Dec, 2022 বইমেলার খুঁটিপুজো আলিপুরদুয়ারে, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক খুঁটিপুজোয় জানান, ডুয়ার্স উৎসবের জন্য বইমেলায় প্রভাব পড়তে পারে। 25 Dec, 2022 মুর্শিদাবাদে উদ্ধার গুলি-সহ তিনটি আগ্নেয়াস্ত্র, নিমতিতে ২টি চোরাই মোটরবাইক-সহ ধৃত দুই আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার নিমতি ফাঁড়িও সাফল্য পেয়েছে। 16 Dec, 2022 কোচবিহার ম্যারাথনে বিপুল সাফল্য আলিপুরদুয়ারের, প্রথম দশে ঢুকে পড়লো ৫ জন এই প্রতিযোগিতায় যাঁরা যে স্থান অর্জন করেছেন তা হল, তৃতীয় পূর্ণিমা রাজভাড়, পঞ্চম সৌরভ রায়, সপ্তম ঝিলিক বর্মণ, অষ্টম শুক্লা মোদক ও দশম কুইন বর্মণ। 13 Dec, 2022 মোষ পাচারের সময় খড়িবাড়িতে হাতেনাতে ধরা পড়লো রাজ্য পুলিশের কনস্টেবল! আটক ৩২টি মোষ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি ট্রাকে করে মোষ পাচারের চেষ্টা হচ্ছিল। 08 Dec, 2022 রাইনো কাপ ২০২২, ভলিবল টুর্ণামেন্ট আলিপুরদুয়ারে রয়েছে মেডেল, ট্রফি ও আকর্ষণীয় পুরষ্কার। বিজয়ী দল পাবে নগদ ২৫ হাজার টাকা পুরষ্কার। রানার্সের জন্য নগদ ১৫ হাজার টাকা পুরষ্কার। 02 Dec, 2022 মাছ ধরতে গিয়ে হাতির হানায় মৃত্যু আলিপুরদুয়ারে আহত অবস্থায় প্রথমে দু’জনকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রথমে 01 Dec, 2022 বিপুল পরিমাণ ট্যাবলেট ও কফ সিরাপ উদ্ধার আলিপুরদুয়ারে, ধৃত এক পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার বিকেলে যৌথ অভিযানে নামে হাসিমারা ফাঁড়ি ও জয়গাঁ থানার পুলিশ। 29 Nov, 2022 রেললাইন পেরোতে গিয়ে হাতির মৃত্যু রুখতে নয়া ব্যবস্থা চালুর পথে রেল কী এই সিস্টেম রেল সূত্রের খবর, এর ফলে হাতি রেললাইনের পাশে এলেই একটি অ্যালার্ম বেজে উঠবে পার্শ্ববর্তী রেলস্টেশনে। 29 Nov, 2022 আলিপুরদুয়ার জেলা পুলিশের দশ মাইল দৌড় প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরষ্কার বয়স্কদের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার। পঞ্চাশোর্ধদের ক্ষেত্রে যিনি প্রথম হবেন পাবেন ৫ হাজার টাকা। 22 Nov, 2022 ডুয়ার্সের চা বাগানে রয়েছে অনেক প্রতিভা, সূযোগ পেলেই খেলাধূলোয় নিজেদের মেলে ধরতে পারে, মত বাইচুং ভুটিয়ার এই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েই বাইচুং মন্তব্য করেন, ‘ডুয়ার্সের চা বাগানে অনেক ক্রীড়া প্রতিভা রয়েছে। 20 Nov, 2022 কাশ্মীর থেকে বাড়ি ফিরতেই আলিপুরদুয়ারে হাতির হামলায় মৃত্যু বৃদ্ধের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রম কুজুর কাশ্মীরে শ্রমিকের কাজ করতেন। সপ্তাহ দুয়েক হল তিনি বাড়ি ফেরেন। 20 Nov, 2022 তৃণমূল নেতাদের নামে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তরবঙ্গে মহা মিছিলের ডাক তৃণমূলের পাপিয়া ঘোষ বলেন, ‘তৃণমূলের সকলকে ‘চোর’ বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের সবাইকে চোর বললে তার উপযুক্ত প্রমাণ দিতে হবে।’ 20 Nov, 2022 পুলিশের উদ্যোগে বীরপাড়ায় চক্ষু পরীক্ষা শিবির এই শিবিরে মোট ২০০টিরও বেশি চশমা দেওয়া হয়েছে। এবং ১০০ জনেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। 16 Nov, 2022 আলিপুরদুয়ারের সোনাপুর থেকে উদ্ধার সাতটি মোটরবাইক, ধৃত দুই তারই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা। 16 Nov, 2022 চা বাগানে ফের মিললো চিতাবাঘের দুই শাবক, তবে মায়ের দেখা নেই ঘটনা দেখে শ্রমিকেরা চা বাগানের ম্যানেজারকে জানান। চা বাগানের ম্যানেজার বন দফতরকে খবর দেন। 15 Nov, 2022 এবার ফ্রাঞ্চাইজি দিয়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত, প্রথম শুরু উত্তরবঙ্গ দিয়ে সূত্রের খবর, আলিপুরদুয়ারে ৩১টি এলাকায় ফ্রাঞ্চাইজি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবগারি দফতরের আধিকারিকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বেআইনি ও বিষমদ পান নিয়ন্ত্রণ করা যাবে। 08 Nov, 2022 রাজ্যে শুরু হতে চলেছে দেশের প্রথম 'লায়ন সাফারি' প্ৰথম লায়ন সাফারি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ। 07 Nov, 2022 সাইকেল চালিয়ে গ্রামে হাজির এসডিও, বিডিও! চমকে উঠলেন আলিপুরদুয়ারের গ্রামের মানুষ দুয়ারে সরকারের পরিষেবা নিয়ে খোঁজ নিতে হাজির হয়েছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। 05 Nov, 2022 রাজ্যের কোন কোন সেতুর অবস্থা বিপজ্জনক, গুজরাতে মোরবী সেতু ভেঙে পড়ার পরেই দ্রুত সংস্কারের সিদ্ধান্ত রাজ্যের রবিবার গুজরাটের মোরবিতে ভেঙে পড়েছিল কেবল সেতু। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে প্রায় ১৩৬ জন। 02 Nov, 2022 উত্তরবঙ্গেও রয়েছে একাধিক ঝুলন্ত সেতু, গুজরাটে দুর্ঘটনার পর রাজ্যের ঝুলন্ত সেতুর রিপোর্ট চাইলো নবান্ন প্রসঙ্গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ গুজরাতের মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু আচমকা ভেঙে পড়ে। 31 Oct, 2022 কালজানি নদীতে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাকর্মী! শুরু তল্লাশি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর নাম ইন্দ্র রায় (৫৭)। বাড়ি আলিপুরদুয়ার ২ ব্লকের উত্তর পারোকাটা এলাকায় 23 Oct, 2022 আলিপুরদুয়ারে উদ্ধার ঝুলন্ত দেহ ঘটনার তদন্ত শুরু হয়েছে। 16 Oct, 2022 আলিপুরদুয়ারে আটক চারটি গাড়ি, গাড়ি থেকে উদ্ধার শাল ও সেগুন কাঠ কোত্থেকে ওই কাঠ চুরি করেছে, কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। 14 Oct, 2022 চাঁদের কোনও ধর্ম নেই, লক্ষ্মীপুজো ও নবী দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী এদিন সকাল থেকেই বিভিন্ন বাড়ি ও মণ্ডপে লক্ষ্মীপুজোর আয়োজন শুরু হয়েছে। 09 Oct, 2022 দূর্গা ঠাকুরের ওপর রাগ করেই নিজেদের এই উত্সব থেকে সরিয়ে রাখেন মাদারিহাট অঞ্চলের লোকেরা, কিন্তু কেন? অনেক অভাব-অভিযোগ সত্ত্বেও মানুষ দুর্গাপুজোর উত্সবে মেতে থাকেন। 06 Oct, 2022 ‘বৃষ্টি অসুর’ তান্ডবে প্যান্ডেলের অংশ-গেট ভেঙে পড়লো উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সপ্তমী, অষ্টমীতে হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মিলে গেল অষ্টমীর সকালে 03 Oct, 2022 পুরোনো রীতি মেনে আজও জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হল প্রথা অনুযায়ী শুক্রবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হলো। 30 Sep, 2022 ৫০০ জন দুঃস্থদের নতুন বস্ত্র বিতরণ 'জটেশ্বর করোনা ওয়েলফেয়ার সোসাইটি' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর মারুতি স্ট্যান্ড এলাকার প্রায় ৫০০ জন দুঃস্থদের নতুন বস্ত্র বিতরণ করল 27 Sep, 2022 ৪৬তম বছরে ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের থিম 'সোনার কলস' ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাব তিনবার জেলায় সেরা পুজোর স্বীকৃতি ছিনিয়ে নিয়েছে। 26 Sep, 2022 মায়ের পরিবর্তে দশ মাসের শিশুকে বিড়ালে কামড়ানোর ভ্যাকসিন! শোরগোল আলিপুরদুয়ারে ভ্যাকসিন রেডি করে কোনও কিছু জিগ্যেস না করেই স্বাস্থ্যকর্মী তা শিশুর শরীরে দিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেতেই জেলা হাসপাতালে পৌঁছয় অপর্ণা দাসের স্বামী সুমন দাস ও পরিবারের অন্যান্য আত্মীয়রা। 23 Sep, 2022 বক্সার জঙ্গল: জনমানব শূন্য করে রাখা হল চিতার দুই শাবককে, মা এসে মুখে করে নিয়ে গেল ডেরায় আর শাবকদের দেখতে পেয়েই মুখে করে তাদের তুলে নিয়ে যায় ডেরায়। যে দৃশ্য ক্যামেরাবন্দিও করেছে কর্তৃপক্ষ। 21 Sep, 2022 কালচিনিতে উদ্ধার হস্তিশাবকের দেহ খবর পেয়ে ঘটনাস্থলে যান পানা রেঞ্জ ও বক্সা ব্যঘ্র প্রকল্পের পদস্থ কর্মকর্তারা। বন দপ্তরের প্রাথমিক অনুমান, শাবকটি অসুস্থ ছিল। শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোমবার রাতে সম্ভবত শাবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। 20 Sep, 2022 আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ১০ কিমি দৌড় প্রতিযোগিতা হবে সেপ্টেম্বরে তার জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। আর প্রতিযোগিতা হবে ৪ সেপ্টেম্বর, রবিবার। 30 Aug, 2022 Page 1 of 4Prev1234Next