ইউএস ওপেনের সেমিতে আলকারাজ, টেনিসে মজে ধোনি

ইউএস ওপেনের সেমিতে আলকারাজ, টেনিসে মজে ধোনি
07 Sep 2023, 05:35 PM

ইউএস ওপেনের সেমিতে আলকারাজ, টেনিসে মজে ধোনি

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেন জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন কার্লোস আলকারাজ।এ বারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভকে আলকারাজ হারিয়েছেন ৬-৩, ৬-২, ৬-৪ ব্যবধানে। এই স্কোরলাইন দেখেই পরিষ্কার আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেরেভের বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছেন আলকারাজ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেরেভকে দাঁড়াতে দেননি আলকারাজ়। শুরু থেকেই ছন্দে খেলেন কয়েকমাস আগে উইম্বলডন চ্যাম্পিয়ন। আলকারাজ়ের গতিতে সমস্যায় পড়েন জেরেভ। ৬-৩ গেমে প্রথম সেট সহজেই জিতে যান আলকারাজ়। দ্বিতীয় সেট ৬-২ ফলে জিতে যান আলকারাজ।স্প্যানিশ তারকা কার্যত উড়িয়ে দিলেন জেরেভকে। আলকারাজের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না জেরেভ।

কোর্য়াটার ফাইনালে আরও একটি খেলায় রুবলেভের বিপক্ষে ৬-৪, ৬-৩ ও ৬-৪ ব্যবধানে মেদভেদেভ জয় পান। সেমিফাইনালে শীর্ষ বাছাই আলকারাজ়ের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ। ফলে সেমিফাইনালের কিন্তু লড়াই কঠিন হতে চলেছে আলকারাজের জন্য।

২০২২ সালে ক্যাসপার রুডকে হারিয়ে প্রথম যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জিতেছিলেন আলকারাজ। সেই প্রথম বার এটিপি ক্রমতালিকার শীর্ষে উঠেছিলেন কার্লোস আলকারাজ। এ বার দেখার বছরের শেষ গ্র্যান্ড স্লাম আলকারাজের মুঠোয় আসে কিনা। তেমনটা হলে আলকারাজ এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতবেন।

ইউএস ওপেনে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সরাসরি কোর্টে বসে টেনিস ম্যাচ উপভোগ করেছেন। গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের সঙ্গে কোয়ার্টার ফাইনালে অ্যালেকজান্ডার জেভারেভের ম্যাচের একটি ভিডিও আপলোড করেছেন অফিসিয়াল ব্রডকাস্টাররা, যার ব্যাকগ্রাউন্ডে এমএস ধোনিকে দেখা গেছে।

Mailing List