ফের নতুন করে আরও একবার সম্প্রচার শুরু হবে ঐন্দ্রিলা অভিনীত ধারাবাহিক 'জিয়নকাঠি'র! এ বিষয়ে কী জানাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ?

ফের নতুন করে আরও একবার সম্প্রচার শুরু হবে ঐন্দ্রিলা অভিনীত ধারাবাহিক 'জিয়নকাঠি'র! এ বিষয়ে কী জানাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দু'সপ্তাহও হয়নি সকলকে ছেড়ে চলে গেছেন ফাইটার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবন যুদ্ধে হেরে গেলেও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মনে আজও উজ্জ্বল প্রাণবন্ত ঐন্দ্রিলার স্মৃতি। ফেসবুকে তিনি এখনও জীবন্ত, প্রাণচঞ্চল। তাঁর দিদি, বোনের সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ঐন্দ্রিলার অনুরাগীদের সঙ্গে।
এবার ঐন্দ্রিলার দ্বিতীয়বারের জন্য পথ চলা শুরু। নতুন করে সম্প্রচার শুরু হবে ঐন্দ্রিলা অভিনীত ধারাবাহিক 'জিয়নকাঠি'র। এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ যদিও এখনও মুখ খোলেননি।
ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ঐন্দ্রিলা। দর্শকের ভালোবাসায় তিনি নিজের কাজের দুনিয়ায় মগ্ন ছিলেন। কিন্তু আচমকাই সব হিসেব বদলে যায়। ২০শে নভেম্বর দুপুর ১২.৫১ মিনিটে প্রেমের নতুন উপাখ্যান রচনা করেছিলেন ঐন্দ্রিলা। চলে গিয়েও থেকে গেছেন সব্যসাচীর ভালোবাসার রূপকথার নায়িকা হয়ে। এবার ছোট পর্দায় আবারও ঐন্দ্রিলা।


