AI Robot: এবার‘জীবন্ত’ রোবটেই মিলবে সুখ, যৌনতায় মাততে এআই-এর কামাল!

AI Robot: এবার‘জীবন্ত’ রোবটেই মিলবে সুখ, যৌনতায় মাততে এআই-এর কামাল!
01 Nov 2023, 08:30 PM

AI Robot: এবার‘জীবন্ত’ রোবটেই মিলবে সুখ, যৌনতায় মাততে এআই-এর কামাল!

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বর্তমানে ছবি তৈরি থেকে লেখা, প্রায় সবকিছুতেই থাবা বসাচ্ছে এআই। কিন্তু তাই বলে বিছানাতেও দখলদারী! এবার যৌনসঙ্গীর চাহিদাও মেটাবে সেই এআই-ই!
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)চালিত রোবটেই মিলতে পারে চরম যৌনসুখ। এমনটাই জানিয়েছেন গুগলের এক প্রাক্তন আধিকারিক। তার কথায়, যৌন বাসনা মেটাতে খুব একটা প্রয়োজন নেই জীবন্ত সঙ্গীর। এআইয়ের (AI Robot) রোবট দিয়েই পূরণ হবে সেই সাধ!
সংবাদমাধ্যম সূত্রে খবর, গাদাতই সওয়াল করেছেন এআইয়ের রোবট নিয়ে। তাঁর মতে, 'ভালবাসা এবং সম্পর্কের সংজ্ঞাই বদলে দেবে এআই।' গাদাতের কথায়, 'যাঁরা বাস্তব জীবনে যৌনতার (Sex) জন্য সঙ্গী পাবেন না তাঁদের জন্য আর্টিফিসিয়াল রোবট ভীষণ কার্যকরি হতে পারে।'
ঘনিষ্ঠতার সঙ্গে সম্পর্কিত মানসিক উদ্দীপনাও কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে এই রোবটের মাধ্যমে, এমনও মনে করেন গাদাত। অর্থাৎ প্রযুক্তির হাত ধরে সেক্সটয় (Sex Toy) নয়, সামগ্রিকভাবে বাস্তবিক যৌনতার স্বাদ পাওয়াও যে সম্ভব,বিশ্বাস করেন গুগলের ওই প্রাক্তন আধিকারিক।

Mailing List