লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে বুথ স্বশক্তি করণ কর্মশালার আয়োজন

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে বুথ স্বশক্তি করণ কর্মশালার আয়োজন
24 Sep 2023, 06:24 PM

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে বুথ স্বশক্তি করণ কর্মশালার আয়োজন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: রবিবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বুথ সশক্তিকরণ কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন জোন কনভেনার মনোজ পান্ডে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কুনার হেমব্রম, বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত সহ জেলা ও মন্ডলের অন্যান্য নেতৃত্ব বৃন্দ। বিজেপির জোন কনভেনার মনোজ পান্ডে বলেন সামনেই লোকসভা নির্বাচন। তাই কিভাবে বুধ স্তরের নেতৃত্ব কর্মীরা কি ভাবে কাজ করবেন তা নিয়ে রবিবার বুথ সশক্তি করন কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় দলের বুথ স্তরের কর্মীরা ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তাদেরকে বিশেষভাবে কি কি কাজ করতে হবে তা জানানো হয়েছে। এখন থেকেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে যেসব কাজ করেছেন তা মানুষের কাছে তুলে ধরে লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়ার জন্য দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দুর্নীতি নিয়ে দলীয় কর্মী ও নেতাদের মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। এখনো কয়েক মাস বাকি রয়েছে লোকসভা নির্বাচন। তাই ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সংরক্ষিত লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সংরক্ষিত লোকসভা আসনে যাতে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য তিনি দলীয় কর্মীদের এখন থেকে কাজ করার নির্দেশ দেন।

Mailing List