দুর্গাপুর ব্যারেজের ৩০ ও ৩১ নং লকগেটে ফের ফাটল, আরও একবার বাড়ছে জল সংকটের আশঙ্কা

দুর্গাপুর ব্যারেজের ৩০ ও ৩১ নং লকগেটে ফের ফাটল, আরও একবার বাড়ছে জল সংকটের আশঙ্কা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: লকগেট মেরামতির ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হল না দুর্গাপুরের জল পরিষেবা। তা নিয়ে মানুষের ক্ষোভ তুঙ্গে। রাস্তা অবরোধ। কাউন্সিলর বনাম বিজেপি নেতার ধস্তাধস্তি। শনিবার সকাল থেকেই জল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কাছে কার্যত প্রায় অসহায় প্রশাসন। দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে ফের বিপত্তি দুর্গাপুর ব্যারেজে। গোদের উপর বিষফোঁড়ার মতো ৩০ ও সদ্য মেরামতি করা ৩১ নম্বর লকগেটে ফাটল দেখা দিয়েছে। ফের ‘জলাতঙ্ক’ দুর্গাপুরে।
শুক্রবার রাত থেকেই ব্যারেজের ৩০ ও ৩১ নম্বর লকগেটে ফাটল দেখা দেয়। শনিবার সকালেই তা নজরে আসে সেচদপ্তরের কর্মীদের। বিপর্যয়ের সময় দামোদরের জল শুকোতে লকগেট খোলা হয়েছিল। সেই গেট ভাল করে না বসার ফলেই ফাটল। লকগেটের একদম নিচে পুরু রবারের বেল্ট নষ্ট হয়ে যাওয়ার জন্যেই ৩০ ও ৩১ নম্বর গেট দিয়ে জল বেরচ্ছে বলে জানা গিয়েছে। জল বেরনোর ফলে জলাধারে জলও কমছে। যদিও শনিবার সকাল থেকেই ফাটল ধরা অংশে পাট ও বালি দিয়ে ভরাট করার চেষ্টা চালিয়েছে সেচ দপ্তরের কর্মীরা। সংশ্লিষ্ট দপ্তরের দামোদর হেড ওয়ার্কসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং বলেন,“সামান্য ফাটল হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। দ্রুত মেরামতির কাজ চলছে।”

