ফের শহরে হাওয়ালা যোগ, সল্টলেকের একাধিক জায়গায় ইডির তল্লাশি

ফের শহরে হাওয়ালা যোগ, সল্টলেকের একাধিক জায়গায় ইডির তল্লাশি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের শহরে হাওয়ালা যোগের হদিশ। তার খোঁজে ফের তল্লাশি ইডির। বুধবার হাওয়ালা যোগের অভিযোগে সল্টলেকের তিন জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। মঙ্গলবারও একাধিক জায়গায় তল্লাশি চালায় তাঁরা। বুধবার কলকাতায় আরও তিন জায়গায় ওই মামলায় তল্লাশি চলছে ইডির। মঙ্গলবারই একটি অন্য মামলায় সল্টলেকের দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সল্টলেকের বিএল ও সিজি ব্লকের দুটি বাড়িতে সকালেই পৌঁছে যান ইডি তদন্তকারীরা। জানা দিয়েছে, ওই ব্যবসায়ীরা সম্পর্কে ভাই, তাঁরা মূলত কাপড়ের ব্যবসা করেন। আরও কিছু ব্যবসা রয়েছে তাঁদের। কিন্তু তাঁদের সংস্থার বড় অঙ্কের কিছু লেনদেন পাওয়া গিয়েছে।
তদন্তকারীদের কাছে খবর, এই লেনদেনের সঙ্গে হাওয়ালা যোগ থাকতে পারে। মুম্বইয়ের একটি মামলার সূত্রে এদের নাম উঠে আসে। এরপরই তদন্তে এই শহরে আসেন ইডি আধিকারিকরা। সল্টলেকের দুই বিলাশবহুল বাড়িতে তল্লাশি চালান ইডি কর্তারা। মঙ্গলবার ভোর থেকে চলে এই তল্লাশি। সেখান থেকে পাওয়া সূত্র ধরে বুধবার সকাল থেকে বাঙ্গুর অ্যাভিনিউ এবং গুরু সদয় দত্ত রোডে ওই ব্যবসায়ীদের হিসেবরক্ষকদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, তাঁদের বাড়ি ও অফিসে তল্লাশিতে উঠে এসেছে বিপুল পরিমাণ সম্পত্তির খতিয়ান। দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে বেশ কিছু ব্যাঙ্কের লেনদেনের নথি উদ্ধার হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হাওয়ালা যোগের প্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে।


