ফের মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন, খুশিতে টুইট করলেন মোদি

ফের মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন, খুশিতে টুইট করলেন মোদি
07 Jun 2023, 11:45 AM

ফের মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন, খুশিতে টুইট করলেন মোদি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিরল সম্মান। আর তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে  বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্বজুড়ে নানা সমস্যা, প্রতিবন্ধকতা ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন তিনি। ওই দিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদিকে বিশেষ নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৬ সালের জুন মাসে তিনি বক্তব্য রেখেছিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দু'বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে চলেছেন।

এর আগে ১৯৮৫ সালে রাজীব গান্ধি, ১৯৯৪ সালে পিভি নরসিমহা রাও, ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ী, ২০০৫ সালে মনমোহন সিং মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন। বিশ্বের মধ্যে একমাত্র ইজরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু তিনবার বক্তব্য রেখেছেন। গত কয়েক বছরে ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। দুই দেশের এই মজবুত সম্পর্কের অন্যতম কারিগর নরেন্দ্র মোদি, এমনই মনে করে কূটনৈতিকমহল। সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে মার্কিন কংগ্রেসে যৌথ বৈঠকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানান হল নরেন্দ্র মোদিকে। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দু'বার মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন। মঙ্গলবার টুইট করে এর জন্য তাঁদের ধন্যবাদ জানান নমো।

Mailing List