রিং অফ ফায়ারের পর এবার চন্দ্রগ্রহণ, লক্ষ্মীপুজোর রাতেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

রিং অফ ফায়ারের পর এবার চন্দ্রগ্রহণ, লক্ষ্মীপুজোর রাতেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য
17 Oct 2023, 03:30 PM

রিং অফ ফায়ারের পর এবার চন্দ্রগ্রহণ, লক্ষ্মীপুজোর রাতেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গত ১৪ অক্টোবর মহালয়ার দিন ছিল সূর্যগ্রহণ (Solar eclipse)। আর এর ঠিক ২ সপ্তাহের মাথায় হতে চলেছে চন্দ্রগ্রহণ। আগামী ২৯ অক্টোবর ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও। এর আগে অবশ্য ৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এবার দেখা যাবে ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ (lunar eclipse)।
আগামী ২৯ অক্টোবর ভারতে মধ্যরাত ১টা ৬ মিনিটে গ্রহণ লাগবে। ২টো ২৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও আন্টার্কটিকা থেকেও।
গত শনিবার, ১৪ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা হয়নি ভারতবাসীর। তা দেখা গিয়েছিল কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, ডোমিনিকা, বাহামা উরুগুয়ে, ব্রাজিল-সহ বিভিন্ন দেশ থেকে। তবে সূর্যগ্রহণের ১৫ দিন পর হতে চলা চন্দ্রগ্রহণ অবশ্য ভারত থেকে দেখা যাবে।

Mailing List