রিং অফ ফায়ারের পর এবার চন্দ্রগ্রহণ, লক্ষ্মীপুজোর রাতেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

রিং অফ ফায়ারের পর এবার চন্দ্রগ্রহণ, লক্ষ্মীপুজোর রাতেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গত ১৪ অক্টোবর মহালয়ার দিন ছিল সূর্যগ্রহণ (Solar eclipse)। আর এর ঠিক ২ সপ্তাহের মাথায় হতে চলেছে চন্দ্রগ্রহণ। আগামী ২৯ অক্টোবর ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও। এর আগে অবশ্য ৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এবার দেখা যাবে ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ (lunar eclipse)।
আগামী ২৯ অক্টোবর ভারতে মধ্যরাত ১টা ৬ মিনিটে গ্রহণ লাগবে। ২টো ২৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও আন্টার্কটিকা থেকেও।
গত শনিবার, ১৪ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা হয়নি ভারতবাসীর। তা দেখা গিয়েছিল কানাডা, উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কিউবা, পেরু, ডোমিনিকা, বাহামা উরুগুয়ে, ব্রাজিল-সহ বিভিন্ন দেশ থেকে। তবে সূর্যগ্রহণের ১৫ দিন পর হতে চলা চন্দ্রগ্রহণ অবশ্য ভারত থেকে দেখা যাবে।


