দলীয় বৈঠক সেরে বেরোতেই তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চোপড়ায়, মৃত এক

দলীয় বৈঠক সেরে বেরোতেই তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চোপড়ায়, মৃত এক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দলীয় বৈঠকের পরেই তৃণমূল নেতাদের লক্ষ্য করে ধেয়ে এলো গুলি। আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন তৃণমূল কর্মী। ঘটনা কী গোষ্ঠীদ্বন্দ্বের ফল নাকি অন্য কারণ? তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম ফইজুল রহমান। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়ার চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকার দিঘাপানায় বুথ কমিটির বৈঠক ডেকেছিল তৃণমূল।এদিনের আলোচনার বিষয় ছিল পঞ্চায়েতের প্রার্থী ঠিক করা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রার্থী ঠিক করা নিয়ে বৈঠকের পরেই সকলে বাইরে বেরিয়ে যান। আর তখনই গুলি চালানোর ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়েই ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অবশ্য তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


