আবাস যোজনার দুর্নীতিতে জনরোষের মুখে পরে ১৭জন সদস্যের গণ ইস্তফা মুর্শিদাবাদ জেলার ভরতপুরের দু'নং ব্লকে! 

আবাস যোজনার দুর্নীতিতে জনরোষের মুখে পরে ১৭জন সদস্যের গণ ইস্তফা মুর্শিদাবাদ জেলার ভরতপুরের দু'নং ব্লকে! 
26 Dec 2022, 09:43 PM

আবাস যোজনার দুর্নীতিতে জনরোষের মুখে পরে ১৭জন সদস্যের গণ ইস্তফা মুর্শিদাবাদ জেলার ভরতপুরের দু'নং ব্লকে! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জনরোষের মুখে পরে আবাস যোজনায় দুর্নীতিতে মোট সতেরো জনের একসঙ্গে গন ইস্তফা, ঘটনাকে ঘিরে উত্তেজনা। এই আগে দুর্নীতির অভিযোগ উঠছিল সেখানে দায়ী করা হচ্ছিল প্রধান, উপপ্রধান, মেম্বারদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই বিভিন্ন রকম দুর্নীতি কান্ডে জর্জরিত শাসক শিবির। আবাস যোজনা নিয়ে স্বজনপোষণের অভিযোগও উঠছিল চরমে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু'নং ব্লকের অন্তর্গত ১৭জন প্রধান উপপ্রধান একসঙ্গে গণইস্তফা দিলেন শনিবার দুপুরে। জনরোষে পড়ার আশঙ্কায় পদত্যাগ দাবি করেছেন তারা। আরও বড় ক্ষোভের মুখে পড়তে হতে পারে এই আশঙ্কায় তারা আগাম পদত্যাগ করে তাদের হেফাজত পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছেন বলেই একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ভরতপুর দুই ব্লকের অন্তর্গত মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যেরা এই ইস্তফা দেন।

মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসিরুদ্দিন দাবি করেন, অনেক যোগ‍্য উপভোক্তার নাম বাদ পড়ছে। সেখানে দায়ী করছে মানুষ আমাদেরকে। গালিগালাজ করছে। জনরোষের মুখে পড়ছি আমরা তাই এই পদত‍্যাগ। ভরতপুর দুই নং ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকেই তাঁরা এই পদত্যাগ করেছেন। ১৭জন সদস্য তারা স্বাক্ষর করে শনিবার ছুটির দিনে ইস্তফা দেন। তবে ভোটের আগে এই ইস্তফা খানিকটা প্রভাব পরবে বলেই মনে করা হয়।

Mailing List