ফাইনাল ম্যাচের পর মোহিতের মানসিক অবসাদ, কাঠগড়ায় পাণ্ডিয়ারা

ফাইনাল ম্যাচের পর মোহিতের মানসিক অবসাদ, কাঠগড়ায় পাণ্ডিয়ারা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফাইনাল ম্যাচের পর মানসিক অবসাদে ভোগেন মোহিত শর্মা (Mohit Sharma)। গুজরাত পেসার বলেন, কিছুতেই ঘুম আসেনি। বার বার ভাবছিলাম, কী করতে পারলে ম্যাচটা জিততে পারতাম? কোন বল দিলে ভাল হত সেটাও ভাবছিলাম। মানসিকভাবে খুব অশান্ত হয়ে উঠছিলাম। মনে হচ্ছে কোথাও কিছু একটা যেন হারিয়ে ফেলেছি। চেষ্টা করছি সময়টা দ্রুত পেরোতে।”
নেটে প্রস্তুতির সুবাদেই আত্মবিশ্বাসী ছিলেন মোহিত। অতীতে নেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বার বার অনুশীলন করেছেন তিনি। বলেছেন, “কী করতে চাই সেই সম্পর্কে মনে পরিষ্কার ধারণা ছিল। এই ধরনের পরিস্থিতিতে আগে অনেক বার অনুশীলন করেছি। তাই ইয়র্কার দেওয়া নিয়ে কোনও সন্দেহ আমার মধ্যে ছিল না। শুধু নিজের দক্ষতার উপরে ভরসা রেখেছিলাম।”
বিশেষজ্ঞরা এর জন্য হার্দিক পান্ডিয়াকেই (Hardik pandya) দায়ী করছেন। কারণ হার্দিক পান্ডিয়া এবং আশিস নেহরা এখানে নিজেদের পরিপক্কতা দেখাননি। হার্দিককে অধিনায়ক হিসেবে গড়ে উঠতে দেখা গেছে কিন্তু তিনি এই ম্যাচে সঠিক সুযোগ মিস করেছেন। শেষ ২ বল করার আগে মোহিত শর্মাকে জল পাঠানো হয়েছিল এবং হার্দিক পান্ডিয়াও এসে তাঁর সঙ্গে কথা বলেছেন। এটি বোলারের ছন্দ এবং তাঁর লাইনকেও বিপর্যস্ত করেছিল।
প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর বলেছেন, ‘শেষ ওভারে প্রথম তিনটি বল দারুনভাবেই করেছিল মোহিত। কিন্তু হঠাত করেই তাঁর জন্য জল পাঠানো হয় এবং পাণ্ডিয়া তাঁকে কিছু বলে। একজন বোলার যখন ছন্দে থাকে তখন তাঁকে বাইরে থেকে কোনও কিছু বলা উচিত নয়। একটা দুরত্ব বজায় রেখে তাঁকে উজ্জীবিত করা দরকার। কথা বলার পরই ছন্দ হারিয়ে ফেলে মোহিত।’


