ঋদ্ধির পর জাতীয় দলে ব্রাত্য হচ্ছেন আরও এক বাংলার তারকা পেসার

ঋদ্ধির পর জাতীয় দলে ব্রাত্য হচ্ছেন আরও এক বাংলার তারকা পেসার
05 Aug 2022, 06:53 PM

ঋদ্ধির পর জাতীয় দলে ব্রাত্য হচ্ছেন আরও এক বাংলার তারকা পেসার

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ঋদ্ধির পর শামি। জাতীয় দলের দরজা বন্ধ হচ্ছে আরও এক বঙ্গ তারকার। বিশ্বকাপের বা এশিয়া কাপের আগেই নির্বাচক কমিটির এমন মনোভাব এবার প্রকাশ্যে চলে এল। বোর্ডের এক কর্তা জানিয়ে দিয়েছেন, 'শামির বয়স মোটেই কমছে না। তাছাড়া ওঁকে টেস্টের জন্য তরতাজা প্রয়োজন। গত টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই শামির সঙ্গে ওঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আমাদের হালকা কথাবার্তা হয়েছে। এখন থেকে সেটাই হতে চলেছে। টি২০ বিশ্বকাপে ও আমাদের ভাবনায় নেই। তরুণদের ওপর নজর রাখা হবে।'

এমনিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি শামি। আইপিএলে ভালো খেললেও ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। বরং ঘুরিয়ে-ফিরিয়ে অর্শদীপ সিং, আবেশ খানদের মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। অর্শদীপ ভালো খেললেও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি আবেশ। আপাতত যা ইঙ্গিত, তাতে আসন্ন এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে থাকছেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টির জন্য তরুণদের উপর নজর দেওয়া হচ্ছে।'

উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। বিশ্বকাপের আগে সেপ্টেম্বর এবং অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতে হবে। বলা হচ্ছে তার জন্য ১৫ জনের পরিবর্তে মোট ১৭ জন খেলোয়াড় বাছাই করা যেতে পারে।মহম্মদ শামি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

Mailing List