মদ্যপানের পর বচসা থেকে খুন! হাওড়ায় চাঞ্চল্য

মদ্যপানের পর বচসা থেকে খুন! হাওড়ায় চাঞ্চল্য
11 Sep 2023, 07:15 PM

মদ্যপানের পর বচসা থেকে খুন! হাওড়ায় চাঞ্চল্য

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

রবিবার এক ঠিকা পুরকর্মীর দেহ উদ্ধারের ঘটনার কিনারা করলো পুলিশ। উত্তর হাওড়ার সালকিয়ার বাসিন্দা শঙ্খ চট্টোপাধ্যায় এর রক্তাক্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে। তিনি হাওড়া পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।জানা যায় নিজের বাড়িতে পূর্ব পরিচিত সঞ্জীবের সাথে মদ্যপান করছিলেন শঙ্খ।তখনই বিবাদের জেরে মদের বোতল ভেঙে সঞ্জীব খুন করে শঙ্খকে।আজ অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার আবেদন করবে মালিপাঁচঘরা থানার পুলিশ।খুনের সঠিক কারন জানার চেষ্টা চলছে।

Mailing List