বাঁকুড়ায় ডাকাতি করার পর ধরা পড়ে গেল গোয়ালতোড়ের ডাকাত দল

বাঁকুড়ায় ডাকাতি করার পর ধরা পড়ে গেল গোয়ালতোড়ের ডাকাত দল
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গেল তিন ডাকাত। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচজন ডাকাতের একটি দল রাইপুর থানার কেন্দাপাড়ার ধানের ব্যবসায়ী কানাই মণ্ডলের বাড়িতে ডাকাতি করে। ব্যবসায়ীর দাবি, তাঁর বাড়ি থেকে আশি হাজার টাকা ও আরো কিছু সামগ্রী নিয়ে পালায় ডাকাতের দল।
পুলিশ জানিয়েছে, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় সারেঙ্গা থানার পুলিশ দুটি মোটরসাইকেল-সহ ডাকাত দলের তিনজনকে আটকে দেয়। তাদের মোটর সাইকেল তল্লাশি করে ডাকাতির ৬০ হাজার টাকা ও কিছু সামগ্রী উদ্ধার করেছে। বাকিরা পলাতক। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল অজয় কিস্কু, শ্যামল হেমব্রম ও হাকিম মূর্মু। ধৃত তিনজনেই গোয়ালতোড় থানা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতেরা স্বীকার করেছে ডাকাতির কথা। বাকি দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


