২০ ঘন্টা তল্লাশির পর বৃহস্পতিবার ভোরবেলা বিধায়কের বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন তদন্তকারীরা  

২০ ঘন্টা তল্লাশির পর বৃহস্পতিবার ভোরবেলা বিধায়কের বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন তদন্তকারীরা   
04 May 2023, 01:45 PM

২০ ঘন্টা তল্লাশির পর বৃহস্পতিবার ভোরবেলা বিধায়কের বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন তদন্তকারীরা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: লাগাতার তল্লাশি সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিসে। বুধবার সকালে আয়কর অফিসাররা হানা দেন রায়গঞ্জে বিধায়কের বাড়ি ও অফিসে। সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও চলে তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান অফিসাররা। তদন্তকারীরা বিধায়ককে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি ছাড়েন।

সূত্রের খবর, তাঁর একটি গাড়ির শোরুম আছে, সেখানেই তল্লাশি চালাতে গিয়েছেন আয়কর আধিকারিকরা। বিধায়ক জানিয়েছেন, তদন্তকারীদের ব্যবহারে তিনি খুশি। তিনি পুরো সহযোগিতাই করছেন তাঁদের সঙ্গে। কৃষ্ণ কল্যাণী খাতায় কলমে বিজেপির টিকিটে জেতা বিধায়ক হলেও একুশের ভোটের পর তিনি তৃণমূলে যোগ দেন। পরে তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। পেশায় ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণীর মালিকানাধীন একাধিক সংস্থা রয়েছে। তাঁর মধ্যে রয়েছে কল্যাণী সলভেক্স নামে কোম্পানি। এই সংস্থার আর্থিক লেনদেন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছে ইডি। রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর যে শপিং মল রয়েছে তার যে নির্মাণকারী সংস্থা রয়েছে তাঁদের দফতরেও হানা দিয়েছে আয়কর দফতর। কোনওরকম বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তল্লাশি শুরুর আগে বুধবার সমস্ত জায়গাই ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে কাউকেই যেতে দেওয়া হয়নি। বুধবার কৃষ্ণ কল্যানীর অ্যাকাউন্টেন্টের বাড়িতেও আয়কর কর্তারা যান। এমনকী যাঁরা তাঁর ব্যবসায়িক পার্টনার রয়েছেন তাঁদের বাড়িতেও চলে তল্লাশি। এদিন সকালে তদন্তকারীদের গাড়িতে রওনা হওয়ার আগে বিধায়ক বলেন, কৃষ্ণ কল্যাণী কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তদন্তকারীরা ভাল ব্যবহার করেছেন। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ কৃষ্ণ কল্যাণীকে নিয়ে তাঁর মোটর বাইকের শোরুমে গিয়েছেন আয়কর আধিকারিকরা। এর আগে তাঁর বাড়িতে থাকা বিভিন্ন নথি খতিয়ে দেখেন আয়কর অফিসাররা। আলমারি খুলে তল্লাশি চলেছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

Mailing List