দীর্ঘ ৭ মাস পর পর্যটকদের জন্যে 'গড়চুমুক' খুললেও প্রবেশ মিললো না 'মিনি জু'-তে! ক্ষোভ প্রকাশ পর্যটকদের

দীর্ঘ ৭ মাস পর পর্যটকদের জন্যে 'গড়চুমুক' খুললেও প্রবেশ মিললো না 'মিনি জু'-তে! ক্ষোভ প্রকাশ পর্যটকদের
05 Jan 2023, 12:18 PM

দীর্ঘ ৭ মাস পর পর্যটকদের জন্যে 'গড়চুমুক' খুললেও প্রবেশ মিললো না 'মিনি জু'-তে! ক্ষোভ প্রকাশ পর্যটকদের

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাওড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গড়চুমুক। এই পর্যটক কেন্দ্রের মধ্যে একটি মিনি জু তৈরি করা হয়েছে। এই মিনি জু আগে ডিয়ার পার্ক নামে পরিচিতি ছিল। এখানে প্রায় তিনশো হরিণ ছিল। পরবর্তী সময়ে এই পার্কের দায়িত্ব নেয় বনদপ্তর। এখানে আরও পশুপাখি রাখার ব্যবস্থা করা হয়। মিনি জু ছাড়াও এখানে একটি পার্কও রয়েছে। এই পার্কের মধ্যে একটি চিলড্রেন্স পার্ক ও জলাশয় এবং ভিআইপি-সহ একাধিক বাংলো রয়েছে। 

২০২২-এর ডিসেম্বরে এই মিনি জু ও পার্ক খোলার কথা ছিল। দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গড়চুমুক। কিন্তু বন্ধ এখনও মিনি জু। এতেই ক্ষোভ তৈরি হচ্ছে পর্যটকদের মধ্যে। টিকিট কেটে প্রবেশ করার পরও মিনি জু দেখতে পাচ্ছেন না পর্যটকদের। পরিকাঠামোর সমস্যা থাকায় আপাতত পর্যটকদের মিনি জুতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এতেই বিভোক্ষ করছেন গড়চুমুক বেড়াতে আসা পর্যটকেরা।

পর্যটকদের অভিযোগ, মিনি জু-র পরিকাঠামো ঠিক নেই। বসার জায়গা নেই। আগাছায় ভরে গিয়েছে সমস্ত অঞ্চল। সেগুলো পরিষ্কারও করা হয়নি। পার্কে ঘোরার পর যখন মিনি জু'তে প্রবেশ মিলছে না, তখনই ক্ষোভ তৈরি হচ্ছে পর্যটকদের মধ্যে।

পার্ক ও মিনি জু'তে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে পার্কে ঘোরার জন্য আপনাকে ১০ টাকা খরচ করতে হবে। আর মিনি জ়ু ঘুরে দেখার জন্য আরও ২৫ টাকার টিকিট কাটতে হবে। সব মিলিয়ে গড়চুমুক ঘুরতে এখন খরচ হতে পারে ৪০ টাকার কাছাকাছি।

দামোদরের তীরে এই গড়চুমুক মিনি জ়ু-র বেশ কদর রয়েছে পর্যটকদের মধ্যে। শীতের মরশুমে পিকনিকের জন্য অনেকেই এই স্থানটি বেছে নেন। কিন্তু ডিসেম্বরে পর্যটকদের জন্য গড়চুমুক খুলে দেওয়া হলেও এখনও মিনি জু ঘুরতে দেখতে পারছেন না পর্যটকেরা।

Mailing List