৪৬ হাজার বছর পর ‘ঘুমিয়ে থাকা’ পোকা জাগালেন বিজ্ঞানীরা

৪৬ হাজার বছর পর ‘ঘুমিয়ে থাকা’ পোকা জাগালেন বিজ্ঞানীরা
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ প্রায় ৪৬ হাজার বছরের পুরানো পোকাকে জাগিয়ে তুলেছেন বিজ্ঞানীরা! সেগুলি সাইবেরিয়ান পারমাফ্রস্টে(Permafroyest) হিমায়িত ছিল, বলা ভালো ‘ঘুমিয়ে ছিল’। বিজ্ঞানীরা রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে পোকাগুলির বয়স জানতে পেরেছেন।
বায়োলজিক্যাল প্রবলেম ইন সয়েলের বিজ্ঞানীরা মাইক্রোস্কোপিক নেমাটোডের দুটি প্রজাতির খোঁজ পেয়েছেন, যার মধ্যে একটি অজানা প্রজাতির। গবেষক আনাস্তাসিয়া শাতিলোভিচ একটি প্রজাতির পোকাকে পুনরুজ্জীবিত করেছেন। এরপর আরও বিশ্লেষণের জন্য তিনি কৃমির মতো দেখতে পোকাগুলিকে জার্মানিতে নিয়ে যান।
রেডিওকার্বন ডেটিং ব্যবহার করে বিজ্ঞানীরা জেনেছেন, কৃমি সদৃশ পোকাগুলির বয়স ৪৫ হাজার ৮৩৯ থেকে ৪৭ হাজার ৭৬৯ বছরের মধ্যে। কীভাবে ওই পোকাগুলি হাজার হাজার বছর ধরে বেঁচে আছে সেটাই এখন গবেষণার বিষয়।
এই প্রাচীন জীবের সন্ধান পাওয়ায় একদিকে বিজ্ঞানীরা (Scientist)যখন উচ্ছ্বসিত, তখন জলবায়ু সংকটের মধ্যে সাইবেরিয়ান পারমাফ্রস্ট যেভাবে গলে যাচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীদের আরেক অংশ।


