১৩০ বছর পর বিরল শুভযোগ বুদ্ধপূর্ণিমায়

১৩০ বছর পর বিরল শুভযোগ বুদ্ধপূর্ণিমায়
05 May 2023, 06:30 PM

১৩০ বছর পর বিরল শুভযোগ বুদ্ধপূর্ণিমায়

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ পঞ্জিকা মতে বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। তাই বৈশাখী পূর্ণীমার দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালিত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি বেশ মাহাত্ম্যপূর্ণ। বৈশাখী পূর্ণিমা হিসেবে এই দিনটি হিন্দু ধর্মেও বিশেষ গুরুত্বপূর্ণ।
গত ২০ এপ্রিল ছিল ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। মাত্র ১৫ দিনের তফাতে দ্বিতীয় গ্রহণটি হতে চলেছে। আজ অর্থাৎ ৫ মে রাত ৮টা ৪৫ মিনিটে চাঁদে গ্রহণ লাগবে এবং তা ছেড়ে যাবে রাত ১টায়। একই সঙ্গে ৫ মে সূর্যোদয় থেকে সকাল ৯টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে সিদ্ধিযোগ। একই সঙ্গে সেদিন সকাল থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত থাকবে স্বাতী নক্ষত্র।
১৩০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় এই শুভ যোগ দেখা দেবে। যখন শনি রয়েছে স্ব-রাশি কুম্ভে। বৃহস্পতি, বুধ ও সূর্য রয়েছে মেষে। বুধ এবং সূর্য একসঙ্গে গঠন করেছে বুধাদিত্য যোগ। এই বিরল শুভ যোগাযোগে ভাগ্য খুলবে কোন কোন রাশির জেনে নিন-

মেষ রাশি
বুদ্ধ পূর্ণিমার শুভ যোগে ভাগ্যে দারুণ চমক দেখা দেবে মেষ রাশির জাতকদের। আপনি মেষ রাশির জাতক হলে প্রচুর আয় বাড়তে চলেছে আপনার। আর্থিক অবস্থায় যেমন নতুন জোয়ার আসবে, তেমনই নতুন চাকরিও পেতে পারেন মেষ রাশির জাতকরা।
কর্কট রাশি
বৈশাখী পূর্ণিমার শুভ যোগের প্রভাবে কেরিয়ারে প্রচুর উন্নতি করতে চলেছেন কর্কট রাশির জাতকরা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভালো কোনও প্রস্তাব পেতে পারেন। ভালো জায়গায় ট্রান্সফারও হতে পারেন। ব্যবসা ভালো হবে।
সিংহ রাশি
যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন সিংহ রাশির জাতকরা। কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে আপনার সামনে। প্রোমোশন হতে পারে এবং আয় বাড়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে বুদ্ধ পূর্ণিমায় আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে সিংহ রাশির জাতকদের।

Mailing List