আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে বুধবার রেল অবরোধ কর্মসূচি স্থগিত বলে ঘোষণা করা হলো

আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে বুধবার রেল অবরোধ কর্মসূচি স্থগিত বলে ঘোষণা করা হলো
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ২০ সেপ্টেম্বর বুধবার থেকে লাগাতার পশ্চিমবঙ্গ ,উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যে রেল অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ । ওই রেল অবরোধ কর্মসূচি কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হয়েছিল যাতে কেউ ওই রেল অবরোধ কর্মসূচিতে শামিল না হয় এবং কেউ যাতে কোথাও না জমায়েত করে। যদি কেউ বেআইনিভাবে জমায়েত করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আদিবাসী কুড়মি সমাজের ডাকা লাগাতার রেল অবরোধ কর্মসূচিকে বেআইনি বলে ঘোষণা করে। যার ফলে আদিবাসী কুড়মি সমাজ এর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে আদিবাসী কুড়মি সমাজের মূলমান্তা অজিত প্রসাদ মাহাতো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কুড়মি সমাজকে এস টি তালিকাভুক্ত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে বুধবারের রেল অবরোধ কর্মসূচি কেন্দ্র করে পুলিশ প্রশাসন সংগঠনের নেতা ও কর্মীদের গ্রেপ্তার করছে, নানা ধরনের নির্যাতন করছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০ সেপ্টেম্বর বুধবার থেকে যে লাগাতার রেল অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হলো। আগামী ৩০ সেপ্টেম্বর পুরুলিয়ার মানবাজারে সংগঠনের এক সভায় আগামী দিনের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাই বুধবার যে রেল অবরোধ এর ডাক দেওয়া হয়েছিল ,সেই রেল অবরোধ কর্মসূচি হবে না বলে তিনি জানিয়ে দেন।সেই সঙ্গে সংগঠনের কর্মী ও নেতৃত্বদের তিনি সতর্ক থাকারও নির্দেশ দেন।


