পুজোয় কিভাবে সাজবেন, দেখালেন অধরা-সুরঞ্জন
পুজোয় কিভাবে সাজবেন, দেখালেন অধরা-সুরঞ্জন
রাজদীপ চক্রবর্তী
বিশ্বকর্মা পুজো মানেই, পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। কাপড়ের দোকান আর সাজগোজের দোকানে এখন থেকেই থিকথিক করছে ভিড়। সুন্দরীরা কে কাকে কতটা টেক্কা দিতে পারেন, এ যেন তারই প্রতিযোগিতা!
কথায় বলে কালো হিরে। আবার ছোটবেলা থেকেই শুনে আসছি-'কালো জগতের আলো! এই দেখুন না, কালো রঙের পোশাকে কি দুর্দান্ত লাগছে এই দুই মডেলকে। যেন শেক্সপিয়রের নায়ক-নায়িকা আবির্ভূত হয়েছেন মর্ত্যে। মডেল অধরা পড়েছেন ব্ল্যাক শিফন শাড়িতে। সেকুইনস্-এর ব্লাউজ। শাড়িতে রয়েছে সরু সোনালি পাড়ের কাজ। তার সঙ্গে ম্যাচিং সিলভারি অক্সিডাইজড্ জুয়েলারির সাধারণ সাজে অসাধারণ হয়ে উঠেছেন তিনি।
মডেল সুরঞ্জন দাস পড়েছেন কালোর ওপর সোনালি জরির কাজ করা পাঞ্জাবি, যা খুব সহজেই সবার নজর কাড়বে পুজোতে। এই আধুনিক হাল ফ্যাশনের সাজে দুজনকে দারুণ মানিয়েছে, বলাই বাহুল্য।