Fashion পুরুষরা নিমেষে কুপোকাৎ! কী এমন পোশাক পরলেন মডেল অধরা

Fashion পুরুষরা নিমেষে কুপোকাৎ! কী এমন পোশাক পরলেন মডেল অধরা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিজেকে আকর্ষণীয় করে তুলতে কে না চান? সকলেরই ইচ্ছে থাকে আর পাঁচজনের থেকে আলাদা হবে সাজ পোশাক। নিজেকে মেলে ধরবেন অন্য রূপে। যা দেখে বাহবা দেবে সকলে। চোখ ফেরাতেই পারবে না। কিন্তু অনেকেই বুঝতে পারেন না সেই পদ্ধতি কী রকম।
বিউটি পার্লারে যান অনেকেই। নিজেকে সাজিয়ে তুলতে। অনেকেই আবার যান বিউটিসিয়ানের কাছে টিপস নিতে। তারপর চেষ্টাও করেন। কিন্তু সব সময় কী মনের মতো হয় নাকি? হয়তো কখনও মনের মতো হয়। আবার কখনও মনের মতো হয় না।
তবে দেখতেই পারেন এমন সাজে। যেমনটি নিজে সেজে দেখাচ্ছেন অধরা। অতি সাধারণ পোশাকেও যে নিজেকে মনোহরা করে তোলা যায়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন।
কী দেখে তেমনটাই মনে হচ্ছে তো? এবার নিশ্চয় বুঝতে পেরেছেন। অধরা-র সাজ তো আর আপনার কাছে অধরা নয়। তাই নয় কী?


