চালের গুঁড়ো যোগ করুন রূপচর্চায়, আর পান ফল

চালের গুঁড়ো যোগ করুন রূপচর্চায়, আর পান ফল
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ আপনার ঘরে চালের গুঁড়ো নিশ্চয়ই আছে। তাহলে সেই চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিন সুন্দর ফেস প্যাক আর দেখুন ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চার আসল ম্যাজিক।
কেন চালের গুঁড়ো ভালো?
* চালের গুঁড়োয় (Rice flour) আছে ভিটামিন বি যা ত্বকে নতুন কোষ তৈরি হতে সাহায্য করে আর আপনার ত্বকের বুড়িয়ে যাওয়া আটকায়।
* চালের গুঁড়োয় আছে টাইরোসিনান নামের উপাদান যা ত্বকের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে।
* চালের গুঁড়ো ত্বকের কোলাজিন (Colagen)উৎপাদন বাড়ায় আর ত্বক ঝুলে যাওয়া বন্ধ করে।
* চালের গুঁড়ো আপনার ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখে।
# ট্যান সারাতে চালের গুঁড়ো, কাঁচা দুধ, মধু হলেই যথেষ্ট।
উপকরণঃ
৫ চা চামচ চালের গুঁড়ো
৩ চা চামচ কাঁচা দুধ
২ চা চামচ মধু
পদ্ধতিঃ
আগে মুখ ভালো করে ধুয়ে নিন। তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে মেখে রাখুন। প্রায় ২০ মিনিট মতো রাখতে হবে। তারপর ঠাণ্ডা জল বা চাইলে হাল্কা গরম জল দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। এটি সপ্তাহে দু’দিন অন্তত করবেন।
# উজ্জ্বলতা ফিরে পেতে
উপকরণঃ
৩ টেবিল চামচ চালের গুঁড়ো
২ চামচ বেসন
২ চামচ মধু
পদ্ধতিঃ
তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর এই প্যাকটি মুখে ঘন করে লাগান আর ৩০ মিনিট মতো রেখে দিন। তারপর একটু গরম জল দিয়ে মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিন। কয়েক সপ্তাহেই এটি আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।
# দাগ ছোপ কমাতে
দাগ ছোপ কমাতে চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস।
উপকরণঃ
৩ টেবিল চামচ চালের গুঁড়ো
২ চা চামচ হলুদ গুঁড়ো
কয়েক ফোঁটা লেবুর রস
পদ্ধতিঃ
তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে শুকনোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন করলেই হবে।


