ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট সঙ্গে মানানসই সাজ ছিমছাম মেকআপে কুল সামার লুকে নজর কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা! 

ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট সঙ্গে মানানসই সাজ ছিমছাম মেকআপে কুল সামার লুকে নজর কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা! 
21 Apr 2023, 01:13 PM

ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট সঙ্গে মানানসই সাজ ছিমছাম মেকআপে কুল সামার লুকে নজর কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা! 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: একটা সময় একটু ভারিক্কি চেহারা, কোমরে মেদের কারণে ইন্ডাস্ট্রিতে ঠিক করে কাজ পাচ্ছিলেন না অভিনেত্রী ঐন্দ্রিলা। আসলে নায়িকা মানেই ত্বন্বী, সুন্দরী হবে এমনই একটা মাপকাঠিতে চলে সমাজ। টেলিভিশন থেকে বিরতির পর দীর্ঘ সময় ধরে ঐন্দ্রিলা নিজেকে গ্রুম করেছেন। অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলেছেন। কঠোর ডায়েট, শরীরচর্চার মধ্যে নিজেকে বেঁধে রেখেচিলেন। আর এখন তিনি এখন তিনি একেবারে ছিপছিপে তরুণী। শরীরের কোথাও মেদের লেশমাত্র নেই। 

বৈশাখের এই দহন দিনে সকলেই নাজেহাল। বেলা ১০ টার পর বাড়ির বাইরে বেরনোই যাচ্ছে না। আর এই গরমের দিনেই একের পর এক ফ্যাশনেবল পোশাকে তাক লাগালেন ঐন্দ্রিলা। ইনস্টাগ্রামে গোলাপি রঙের সিল্ক শাড়িতে ঐন্দ্রিলার খুব মিষ্টি একটি ছবি রয়েছে। চুলে নীচু করে খোঁপা করেছেন, তাতে গোঁজা গোলাপ। শাড়ির সঙ্গে ম্যাচ করে কানে ড্যাংলার, আঁটি আর হাতে ব্যাঙ্গেলস- এই ছিমছাম সাজে বড্ড মানানসই লাগছে ঐন্দ্রিলাকে। এই গরমে ফ্লোরাল প্রিন্ট দেখতে বেশ কুল লাগে। পেস্তার উপর ফ্লোরাল প্রিন্টে দারুণ একটি শার্ট বেছে নিয়েছেন ঐন্দ্রিলা। 

গরমের দিনে এমন শার্ট, উঁচু করে চুল বাঁধলেই স্টাইল হয়ে যায়। অন্য কোনও কিছুর আর প্রয়োজন পড়ে না। এখন ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটের খুব চল হয়েছে। নানা কাটে তা পাওয়া যায়। কলার দেওয়া ক্রপ টপের সঙ্গে ট্রাউজার্স, তাতেও রয়েছে একটা লেয়ার। দেখলে মনে হবে কুর্তির সঙ্গে কোনও কো-অর্ড- সেট পরেছেন নায়িকা। আদতে এই কো-অর্ডের সঙ্গে খুবই ভাল দেখতে লাগছে ঐন্দ্রিলাকে। গরমের দিনে এই রকম আউটফিট সবচেয়ে আরামদায়ক। সেই সঙ্গে দেখতেও লাগে খুব ভাল।

Mailing List