মুখ্যমন্ত্রীর ধমকের পরেই ওষুধের মতো কাজ, ২৪ ঘন্টার মধ্যেই জমির মিউটেশন পুরুলিয়ায়, পরচা নিয়ে বাড়ি ফিরলেন মালিক

মুখ্যমন্ত্রীর ধমকের পরেই ওষুধের মতো কাজ, ২৪ ঘন্টার মধ্যেই জমির মিউটেশন পুরুলিয়ায়, পরচা নিয়ে বাড়ি ফিরলেন মালিক
16 Jun 2022, 06:00 PM

মুখ্যমন্ত্রীর ধমকের পরেই ওষুধের মতো কাজ, ২৪ ঘন্টার মধ্যেই জমির মিউটেশন পুরুলিয়ায়, পরচা নিয়ে বাড়ি ফিরলেন মালিক

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে নির্দেশ দেওয়ার পরই মাত্র ২৪ ঘন্টার মধ্যেই হয়ে গেল জমির মিউটেশন। বুধবার ছিল পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের শাঁখা গ্রাম পঞ্চায়েতের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবির। সেই শিবিরে জমির মিউটেশন করার জন্য নপাড়া গ্রামের বাসিন্দা শ্যামাপদ কুম্ভকার আবেদন করেন। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই তাঁর জমির মিউটেশন হয়ে যায়।

এমনকি এদিনই রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিএলআরও অফিস থেকে তাঁর হাতে জমির রেকর্ডের কপি ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিএলআরও বিক্রম মুখোপাধ্যায়। জমির মালিক এই বিষয়ে জানান, দীর্ঘ দিন ধরেই তাঁর জমির মিউটেশন করার জন্য একাধিক বার আবেদন করা হয়েছিল। এমনকি এর আগেও দুয়ারে সরকারের শিবিরেও আবেদন করা হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এবার অর্থাৎ বুধবার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত শাঁখা গ্রাম পঞ্চায়েতের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকারের ক্যাম্প। বুধবার দুপুরে সেই শিবিরে সে তার জমির মিউটেশন করার জন্য আবেদন করেন। আর সেই আবেদনের ২৪ ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিএলআরও অফিস জমির মিউটেশন করে হাতে পরচা তুলে দিল।

রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বিএলআরও বিক্রম মুখোপাধ্যায় বলেন, আগে সরকারী নিয়ম অনুসারে কৃষি জমির মিউটেশন হলেও অকৃষি জমির মিউটেশন হয়নি দুয়ারে সরকারের শিবিরে। কিন্তু দুয়ারে সরকারের শিবিরে সব ধরণের জমির মিউটেশন এর জন্য আবেদন আসতো। এবারের দুয়ারে সরকারের শিবিরে সব ধরনের জমির মিউটেশন করা হচ্ছে। তাই এদিন রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত শাঁখা গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামের বাসিন্দা শ্যামাপদ কুম্ভকারের জমির মিউটেশন করে তার হাতে পরচা তুলে দেওয়া হয়েছে।’’

 

Mailing List