উরি থেকে মাদক সন্ত্রাস মামলায় ধৃত অভিযুক্ত! ভারতীয় ভূখন্ডে মাদাক পাচারই ছিল লক্ষ্য?

উরি থেকে মাদক সন্ত্রাস মামলায় ধৃত অভিযুক্ত! ভারতীয় ভূখন্ডে মাদাক পাচারই ছিল লক্ষ্য?
10 Sep 2023, 07:00 PM

উরি থেকে মাদক সন্ত্রাস মামলায় ধৃত অভিযুক্ত! ভারতীয় ভূখন্ডে মাদাক পাচারই ছিল লক্ষ্য?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি থেকে মাদক-সন্ত্রাস মামলায় মূল অভিযুক্তদের মধ্যে এক ব‌্যক্তিকে গ্রেফতার করেছে রাজ‌্য তদন্ত সংস্থা (দ‌্য স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি বা এসআইএ)। শনিবার রাতের দিকে এই খবর জানিয়েছে তদন্তকারী সংস্থা। অভিযুক্ত মহম্মদ শরীদ চেচি আন্তঃরাজ‌্য সীমান্ত দিয়ে মাদকদ্রব‌্য, অস্ত্র এবং বিস্ফোরক চোরাচালানের সঙ্গে জড়িত।

সংস্থার অন‌্যতম মুখপাত্র জানিয়েছেন, ‘‘চেচি পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে মাদক আদান প্রদান করত। মাদক পাচারের মাধ‌্যমে সংগৃহীত অর্থ জম্মু-কাশ্মীরের অভ‌্যন্তরে সন্ত্রাস বৃদ্ধিতে ব‌্যবহার করা হতো।’’ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মামলাটি প্রাথমিকভাবে জম্মু-কাশ্মীরের গান্ধী নগর থানায় দায়ের করা হয়। আর এক অভিযুক্ত মহম্মদ শরীফ শাহকে গ্রেফতারে সঙ্গে মাদক সন্ত্রাসের জন‌্য সংগৃহীত অর্থও বাজেয়াপ্ত করা হয়। শাহ জেরায় জানিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা বিঘ্নিত করতে তারা কাজ করত। একইসঙ্গে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অর্থ সরাবরাহও তারা করত। তদন্তে জানা গেছে, সন্ত্রাসে মদত এবং অর্থ সরাবরাহ করতে মাদক সিন্ডিকেট এবং বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্কগুলি বিভিন্নভাবে সাহায‌্য করত বিভিন্নভাবে। এই সংস্থাগুলির সঙ্গে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, আইএসআই ও মধ‌্যপ্রাচ্যের রাজধানীগুলির যোগাযোগ রয়েছে। রাজ‌্য তদন্ত সংস্থা আরও জানিয়েছে, মহম্মদ শরীফ, মহম্মদ নকিব নাজার এবং ফারুক আহমেদ নাইকুর মতো অভিযুক্তদের দুবাই থেকে অপারেট করা হতো। তাদের প্রাথমিক উদ্দেশ‌্য ছিল ভারতীয় ভূখণ্ডে মাদক প্রবেশ করানো। যাতে ভারতের বুকে নাশকতামূলক কাজকর্মে সাহায‌্য করার জন‌্য অর্থ সংগৃহীত করা যায়। সংস্থাটি আরও জানিয়েছে, সীমান্তের ওপারে অস্ত্র  ও বিস্ফোরক পাচার করার তথ‌্যও তাদের হাতে এসেছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরের জাতীয় মহাসড়ক দিয়ে ভিভিআইপিদের চলাচলের সময় বেসামরিক যানবাহনের চলাচল বন্ধ করা হবে না। জানিয়েছেন, কাশ্মীরের এডিজি বিজয় কুমার। বিজয় কুমার জানিয়েছেন, তিনি সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে কনভয় স্ট‌্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। তাঁদের মূল উদ্দেশ‌্য ছিল, জাতীয় মহাসড়ক দিয়ে যাতে বেসরকারী যানবাহন স্বচ্ছন্দে যাতয়াত করতে পার, তা নিশ্চিত করা। অনন্তনাগে দুই পক্ষের মধ্যেই ইতিবাচক কথা হয়েছে। যানবাহন যাতে সুষ্ঠভাবে যাতায়াত করতে পারে তার জন‌্য বিশেষ কিছু  পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। এবং দ্রুতই কাজে লাগানোর ব‌্যবস্থা করা হবে জানিয়েছে জম্মু পুলিশ।

Mailing List