নতুন শিক্ষানীতি অনুসারে কোন কোন পরিবর্তন আসছে রাজ্যে, কী করতে হবে? জানালেন শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষানীতি অনুসারে কোন কোন পরিবর্তন আসছে রাজ্যে, কী করতে হবে? জানালেন শিক্ষামন্ত্রী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নতুন শিক্ষানীতি অনুসারে প্রাক প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত সহযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের প্রাতিষ্ঠানিক সংস্থান এবং পরিকাঠামো নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন সেজন্য বিভিন্ন জেলার স্কুল ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে নিয়ে ক্লাস্টার পদ্ধতিতে হাব অফ লার্নিং তৈরি করা হচ্ছে। স্কুল, সাধারণ ডিগ্রি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় গুলিকে নিয়ে এই ক্লাস্টার গঠন করা হচ্ছে বলে শিক্ষা দফতর জানিয়েছে। প্রথম পর্যায়ে ১৭ টি জেলায় এধরণের ২০ টি সম্মিলিত ক্লাস্টার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্লাস্টার নির্মাণের অগ্রগতি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন। শিক্ষামন্ত্রী দ্রুত এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। এই ২০টি হাবের অধীনে ১০৩ স্পোক শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। যার মধ্যে আবার স্কুল, কলেজ দুই থাকতে পারে বলে জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, বিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার পাঠের সম্পর্কে আগাম ধারণা দিতে এই উদ্যোগ। গবেষণা থেকে ইন্টার্নশিপ, সব ক্ষেত্রেই ক্লাস্টারের ভিত্তিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল গুলি সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে। সংশ্লিষ্ট জেলার জেলা শাসকেরাশিক্ষা দফতরের সঙ্গে গোটা প্রক্রিয়াটির সমন্বয় সাধন করবেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমকে বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্কুলগুলির সমন্বয় সাধন করতেই এই উদ্যোগ। আজ জেলাশাসকদের সঙ্গে কথা হয়েছে। সমন্বয় সাধনের কাজটা জেলাশাসকরাই করবেন। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে শিক্ষা দফতর। তাঁদের পারস্পারিক বোঝাপড়ার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটি এগিয়ে যাবে।”


