Accident: নয়ানজুলিতে পড়ল গাড়ি, একটুর জন‍্য প্রাণে বাঁচলেন চালক!

Accident: নয়ানজুলিতে পড়ল গাড়ি, একটুর জন‍্য প্রাণে বাঁচলেন চালক!
27 Sep 2023, 01:15 PM

Accident: নয়ানজুলিতে পড়ল গাড়ি, একটুর জন‍্য প্রাণে বাঁচলেন চালক!

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ কপাল জোরে প্রাণে বাঁচল চালক। জলপাইগুড়ি (Jalpaiguri)খরিয়া অঞ্চলের অন্তর্গত চেকপোস্ট এলাকায় ঘটেছে ঘটনাটি। সকালে জলপাইগুড়ি পান্ডাপাড়ার চেকপোস্ট এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়।

এই ঘটনার পর এলাকার বাসিন্দারা সেই চালককে দড়ি দিয়ে গাড়ির ভেতর থেকে টেনে বের করে। পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী। এরপর পুলিশ ক্রেন দিয়ে গাড়িটিকে থানায় নিয়ে যায়।

সূত্রের খবর, এদিন সকাল সাতটা নাগাদ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি (Haldibari) যাবার পথে চেকপোস্ট এলাকায় একটি লাল রঙের অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এরপর সেই গাড়িটির ভিতরে থাকা চালককে কোন‌ও মতে দড়ি দিয়ে বাইরে নিয়ে আসে এলাকার বাসিন্দারা। তবে চালক জখম হন। বরাত জোরে বেঁচে যান।

Mailing List