রাতভর এসি চালু, অতিরিক্ত ঠান্ডায় ২ সদ্যোজাতর মৃত্যু হলো উত্তরপ্রদেশের ক্লিনিকে

25 Sep 2023, 12:45 PM
রাতভর এসি চালু, অতিরিক্ত ঠান্ডায় ২ সদ্যোজাতর মৃত্যু হলো উত্তরপ্রদেশের ক্লিনিকে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সারারাত ধরে চলা এসির কনকনে ঠান্ডায় মৃত্যু হল ২ সদ্যোজাতর। অভিযোগ করলেন মৃত শিশুদের পরিবার। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttarprades) শামলি জেলায়।
সূত্রে খবর, এদিন একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২ সদ্যোজাতর জন্ম হয়। এরপর একটি বেসরকারি ক্লিনিকে তাদের স্থানান্তরিত করা হয়। সেখানেই ফটোথেরাপি (Phototherapy)ইউনিটে রাখা হয় শিশুদের। সেই ঘরের মধ্যে সারারাত এসি অন করে রেখেছিলেন ক্লিনিকের মালিক ড. নীতু। ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেই কারণে সারারাত এসি অন ছিল।
রবিবার সকালে ২ সদ্যোজাতর মৃত্যুর খবর পায় পরিবার। অভিযোগ ওঠে, অতিরিক্ত ঠান্ডাতেই দুই শিশুর মৃত্যু হয়েছে। অভিযুক্ত মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।


