বনগাঁয় পুকুর থেকে মিলল প্রায় আড়াই কোটির সোনা

বনগাঁয় পুকুর থেকে মিলল প্রায় আড়াই কোটির সোনা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুকুর থেকে মিলল এক্কেবারে খাঁটি সোনার বিস্কুট! বনগাঁর একটি পুকুরে তল্লাশি চালিয়ে গুনে গুনে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। যার আনুমানিক বাজার দর প্রায় আড়াই কোটি টাকা বলেই দাবি বিএসএফের। ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বনগাঁর পেট্রাপোল সীমান্তের খুব কাছে কালিয়ানি এলাকার ঘটনা। ল্যান্ডমাইন ডিটেক্টর ব্যবহার করে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, পুকুর থেকে মোট ৪ কেজি ৬০০ গ্রামের ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। ভারতীয় বাজারে যার মূল্য ২.৫৭ কোটি টাকা বলে বিএসএফ সূত্রে খবর। সূত্রের খবর, দক্ষিণবঙ্গের ১৫৮ বর্ডার সিকিউরিটি ফোর্স গোপন খবরের সূত্র ধরে ওই পুকুরে তল্লাশি চালায়। সেই সময়ই এই বিপুল পরিমাণ সোনার বাট উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। কয়েক মাস আগে এক পাচারকারী সীমান্ত পার করার সময় ধরা পড়ার ভয়ে এই পুকুরে ডুব দিয়েছিল। সেই সময় এই সোনা জলের তলায় রেখে দিয়েছিল সে।
এই ঘটনা প্রসঙ্গে বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পাচারকারীরা নিত্য নতুন উপায়ে পাচারের চেষ্টা চালায়। তবে বিএসএফ সতর্ক আছে, ফলে একাধিক চেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে।বিএসএফ জানিয়েছে, কয়েক মাস আগে এক পাচারের ঘটনার সূত্র ধরেই এই সোনা উদ্ধার করা হয়। সোনা পাচার করতে গিয়ে বিএসএফ জওয়ানদের সামনে পড়ে যায় ওই পাচারকারী। এরপরই সে পুকুরে ঝাঁপ দেয়। পরে সেই পাচারকারীকে আটক করা হয়। তাকে জেরা করে পুকুরে লুকানো সোনার খোঁজ মেলে। বাহিনীর তরফে জানান হয়েছে, ২০২২ সাল থেকে গত এক বছরে ১১৩ কেজি সোনা পাচারকারীদের থেকে উদ্ধার করেছে তারা।


