ছাঁটাই হতে চলেছেন প্রায় কুড়ি হাজার কর্মী, টুইটার, ফেসবুকের পর এবার অ্যামাজন

ছাঁটাই হতে চলেছেন প্রায় কুড়ি হাজার কর্মী, টুইটার, ফেসবুকের পর এবার অ্যামাজন
05 Dec 2022, 04:11 PM

ছাঁটাই হতে চলেছেন প্রায় কুড়ি হাজার কর্মী, টুইটার, ফেসবুকের পর এবার অ্যামাজন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: টুইটার, ফেসবুকের পর এবার অ্যামাজন। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। বছরের শেষে এসে এবার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল অ্যামাজন। সুত্রের খবর, এরই মধ্যে সংস্থার প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এখানেই শেষ নয়। ছাঁটাই প্রক্রিয়া ২০২৩-এও জারি থাকবে। আগামী বছর অ্যামাজন আরও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। ফলে সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার কর্মী সংকোচন করছে এই বহুজাতিক সংস্থা। এই ছাঁটাই প্রক্রিয়া বিশ্বের প্রায় সব দেশেই হবে। বিভিন্ন বিভাগ থেকে এভাবেই ধাপে ধাপে কর্মী সংখ্যা কমানো হবে।

অ্যামাজনের ডিস্ট্রিবিউশন সেন্টার, টেকনোলজি স্টাফের পাশাপাশি কর্পোরেট এক্সিকিউটিভদেরও ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে। তবে আগামী বছর কোনও সময়ে এই ছাঁটাই প্রক্রিয়া হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। অ্যামাজনের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অবশ্য কেউই অবাক নয়। কারণ সংস্থার সিইও অ্যান্ডি জেসি আগেই জানিয়ে দিয়েছিলেন নতুন বছরেও কর্মী ছাঁটাই হবে। তবে কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে তা জানা যায়নি। চলতি বছর নভেম্বর মাসেও অ্যামাজনে কর্মী ছাঁটাই হয়েছে। তখন অন্তত ১০ হাজার কর্মী কাজ হারিয়েছেন।

অ্যামাজন কর্তৃপক্ষ তাদের কর্পোরেট স্টাফদের মধ্যে ৬ শতাংশকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। বর্তমানে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ১.৫ মিলিয়ন। এর ১.৩ শতাংশকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। সূত্রের খবর, অ্যামাজনের কর্পোরেট স্টাফদের ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে আবার এই নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ। অনেককে ২৪ ঘণ্টার নোটিসেও বিদায় দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে স্বভাবতই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অ্যামাজন কর্মীদের মধ্যে। এদিকে ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থা শেয়ার চ্যাট, ওয়োর মত সংস্থাও কর্মী ছাঁটাই করেছে

Mailing List