About The News

কর্মব্যস্ত জীবন। সকাল হলেই গলদঘর্ম হয়ে রুজিরুটির টানে বেরোতে হয়। একটু সময় নিয়ে বাড়িতে বসে
খবরের কাগজ পড়া বা টিভি দেখার সময় কোথায়? দিনের একটা বড় অংশ কেটে যায় কর্মক্ষেত্রে। আর একটা
সময় যায় যাতায়াতে। কিন্তু তাই বলে কী দেশ-বিদেশে ঘটে যাওয়া নিত্য ঘটনার খবর রাখবেন না? বা‌ড়ি থেকে
বেরোনোর পর আপনার শহরে, মহল্লায়, গ্রামে-গঞ্জে কী ঘটছে, তা জানার ইচ্ছে থাকেই। তাই হাতের থাকা
মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করেন। আমরা সেই লক্ষ্যেই এই নিউজ পোর্টাল শুরু করেছি। যাতে আপনি বাড়িতে না
থাকলেও, টিভি, খবরের কাগজ না পড়লেও সব সময় প্রতি মুহুর্তের ঘটনা সম্বন্ধে অবগত থাকেন। সঠিক
সময়ে সঠিক তথ্য দিয়ে খবর পৌঁছে দেওয়াই আমাদের কাজ। আমাদের দৃষ্টি সজাগ ও নিরপেক্ষ।

Mailing List