প্রায় ৩ কেজি সোনার বিস্কুট উদ্ধার পেট্রাপোলে, ধৃত দুই বাংলাদেশী

প্রায় ৩ কেজি সোনার বিস্কুট উদ্ধার পেট্রাপোলে, ধৃত দুই বাংলাদেশী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রবিবার বিপুল টাকার সোনার বিস্কুট উদ্ধার হল রাজ্যে। সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলেই জানা গিয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানান হয়েছে, এদিন পেট্রাপোলে সীমান্তের কাছে একটি বাসে তল্লাশি চালানোর সময় বাস থেকে র ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফের জওয়ানরা। ৩০টি বিস্কুটের ওজন প্রায় তিন কেজি। আগরতলা থেকে ঢাকা হয়ে ভারতে আসছিল ওই বাসটি। ওই বাসে বিপুল পরিমাণ সোনা যাচ্ছে বলে আগে থেকে খবর ছিল সীমান্তরক্ষী বাহিনীর কাছে।
গোপন সূত্রে খবর পেয়ে পেট্রাপোল সীমান্তের কাছে বাসটিকে থামায় জওয়ানরা। তল্লাশি করতেই লাগেজ বগির ভিতর একটি ব্যাগের ভিতর থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। আটক করা হয় বাসের চালক, কন্ডাক্টরকে। জেরার মুখে ভেঙে পড়ে তাঁরা। নিজেদের দোষ কবুল করে ধৃতেরা স্বীকার করে তাঁরাই এই চোরাচালানে যুক্ত। দীর্ঘদিন ধরেই তারা এই কাজ করে আসছে। ধৃত বাস চালকের নাম মহম্মদ ফারহাদ ও কন্ডাক্টরের নাম ওমর ফারুক। তারা দুজনেই বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। জেরার পর তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা জানিয়েছেন, নিউমার্কেটের মহম্মদ জামাল নামে এক ব্যক্তির কাছে ওই সোনা পৌঁছে দেওয়ার কথা ছিল। বনগাঁ থেকে ট্রেন ধরে শিয়ালদহ এবং সেখান থেকে গাড়িতে নিউমার্কেট যাওয়ার কথা ছিল ধৃতদের। নিউমার্কেট থেকে এই সোনা মুম্বইয়ে পাচার করা হয় বলেই দাবি পাচারকারীদের। বিএসএফের তরফে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান বন্ধে তাঁরা সর্বদা সক্রিয়। এদিন আরও একবার তাঁর প্রমাণ মিলল।


