দু’দিনে প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার বারুইপুর, ভাঙড় ও সোনারপুর থেকে, গ্রেফতার ১৩ জন

দু’দিনে প্রায় ১০ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার বারুইপুর, ভাঙড় ও সোনারপুর থেকে, গ্রেফতার ১৩ জন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করলো পুলিশ। দু’দিনে প্রায় ১০ লক্ষ টাকার বাজারমূল্যের নিষিদ্ধবাজি বাজেয়াপ্ত করেছে বারুইপুর থানা, ভাঙ্গড় থানা ও সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে ১৩ জনকে।
বারুইপুর থানার স্পেশাল টিম বারুইপুর থানার অন্তর্গত কাটাখাল এলাকা থেকে দুটি অটো ও একটি ইঞ্জিন ভ্যান আটক করে। তল্লাশি করতেই দেখা যায় তাতে রয়েছে বিপুল পরিমাণ বাজি। পুলিশ জানিয়েছে, আনুমানিক ৬ লক্ষ টাকার বাজারমূল্যের নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবারের ঘটনায় ৪ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয় বারুইপুর থানায়। ওই দিনই রাতে বারুইপুর থানার আরেকটি দল বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ ব্রীজের কাছ থেকে ৭জনকে আটক করে আনুমানিক ৩ লক্ষ টাকার বাজারমূল্যের নিষিদ্ধবাজি বাজেয়াপ্ত করে। তাদের বিরুদ্ধেও আরেকটি মামলা রুজু করা হয় বারুইপুর থানাতে।
সোনারপুর থানা কাকদ্বীপের বাসিন্দা সুব্রত মন্ডল নামে একজনকে অটো রিক্সাসহ আটক করে সোমবার। তার কাছ থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধবাজি বাজেয়াপ্ত করে।
বুধবার ভাঙ্গর থানা রাজাপুর গ্রাম থেকে সুমন জর নামে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাড়োয়ার এক বাসিন্দাকে নিষিদ্ধবাজি সমেত আটক করে তার বিরুদ্ধে মামলা রুজু করে। নাকা তল্লাশি চালিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ বাজি-সহ ১৩ জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে সকলকে নিষিদ্ধ বাজি ক্রয়-বিক্রয় না করার জন্য অনুরোধ করা হয়েছে। তারই সঙ্গে তল্লাশি অভিযান চলবে বলেও জানানো হয়েছে।


