সব মৎসজীবীদের জন্য পরিচয় পত্র দেওয়ার জন্য জানালেন অভিষেক

সব মৎসজীবীদের জন্য পরিচয় পত্র দেওয়ার জন্য জানালেন অভিষেক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুর্ব মেদিনীপুর জেলার সব সব মৎসজীবীদের জন্য এবার আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা করার অনুরোধ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কাঁথির পিকে কলেজ মাঠের জনসভায় ভাষণ চলাকালীন মঞ্চ থেকে তিনি রাজ্যের মৎসমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই জেলায় এত মৎসজীবী আছেন। সংখ্যাটা প্রায় ৫-৭ লক্ষ। তাঁদের যদি একটা আইডেন্টিটিটি কার্ডের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়। রাজ্য সরকার তাঁদের জন্য অনেক ব্যবস্থা নিচ্ছে। কারণ, মৎস্যজীবীদের চাষের খরচ বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে। মাছের খাবারের দামও বাড়িয়েছে কেন্দ্র। তাই আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় পরিকাঠামোও তৈরি হয়েছে। যাতে মৎস্যজীবীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পান।’’ মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করার জন্য মৎস্যমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।


