‘শুভেন্দু অধিকারীর জুতোর যোগ্য নয় অভিষেক’, ফের বেলাগাম বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

‘শুভেন্দু অধিকারীর জুতোর যোগ্য নয় অভিষেক’, ফের বেলাগাম বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান
মমতা যেখানেই যাচ্ছেন অস্ত্র সঙ্গে করে যাচ্ছেন। অস্ত্র সাপ্লাই দিচ্ছে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিরা।
দলীয় কর্মসূচিতে যোগদিতে শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরে এসে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ’সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক কে ’ধেরে ইদুর’ বলে কটাক্ষ করে তিনি বলেন, শুভেন্দু অধিকারীর জুতোর যোগ্য নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সৌমিত্র খাঁ এদিন দাবি করেন,ডিসেম্বরে ’ধেড়ে মাথা’ অর্থাৎ মুখ্যমন্ত্রী ধরা পড়বে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এইসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
সারের কালো বাজারি বন্ধ ও সকল চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে এদিন জামালপুর বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় বিজেপির কিষান মোর্চা।সেই ডেপুটেশন কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ। নিজের বক্তব্যে সৌমিত্র খাঁ আগাগোড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক কে নিশানা করেন।
সৌমিত্র খাঁ বলেন, অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ভয় পাবেন না। ও শুভেন্দু অধিকারীর জুতোর যোগ্য নয়। সে যাচ্ছে কিনা মেদিনীপুরে সভা করতে। লজ্জা করা উচিৎ। শুভেন্দু অধিকারী ছিল বলেই মমতা নবান্নে বসে আছে। আটল বিহারী বাজপেয়ী জী ছিলেন বলেই উনি রেলমন্ত্রী হতে পেরে ছিলেন। তখন অভিষেক তুমি কোথায় হে। আজকে বড় বড় কথা বলছো। মেদিনীপুরে তোমার পিসি ১৯৫৬ ভোটে হেরেছে।’হেরো’ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে। এটা পশ্চিমবঙ্গের লজ্জা।
তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক কে ’ধেড়ে ইদুর’ বলে এদিন কটাক্ষ করেন সৌমিত্র খাঁ।একই সঙ্গে সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে ’ধেরে মাথা’ অর্থাৎ মুখ্যমন্ত্রী ধরা পড়বে। পিসি ভাইপো সহ গোটা পরিবার চোর বলে সৌমিত্র বাবু কটাক্ষ করেন। তিনি এও বলেন ,অভিষেকের শ্যালক,শালিকা শ্বশুর সবাই চোর। ঘর গুষ্টি চোর। এদের কারুর বাড়ি কখনো থাইল্যান্ড আবার কখনও ভারতবর্ষ হয়ে যাচ্ছে। এরা সোনা চোর বলেও সৌমিত্র খাঁ মন্তব্য করেন।পাশাপাশি তিনি
সিআইডিকে ঠুঁটো জগন্নাথ বলেও কটাক্ষ করে তিনি বলেন, এনামুল যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ না খোলে তার জন্যেই সিআইডি এনামুলের কাছে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময়ে যে কালো গাড়িটাতে চড়তো,সেটাইতো ছিল কয়লা মাফিয়াদের। চাষিদের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ বলেন, কেন্দ্রের সরকার ২০২২-২৩ অর্থ বর্ষে ৬০ লক্ষ টন ধান কেনার অর্ডার দিয়েছে। এখানে সমবায় সমিতি গুলি নেজ্য মূল্য ২০৫০ টাকায় কুইন্টল দরে ধান কিনছে না। উল্টে ১৪ শো -১৬ শো টাকা দরে ব্রোকাররা ধান কিনছে।মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে ছিলেন ধান বা চাল বিদেশে রফতানির অর্ডার দেওয়া হোক।
ধানে যে কারচুপি চলছে তাতেও অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের পরিবার যুক্ত রয়েছেন বলে সৌমিত্র খাঁ দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, পার্থ, অনুব্রত, অভিষেক সহ তৃণমূল কংগ্রেসের সবাই চোর। মানুষ তৃণমূল কংগ্রেস কে সামাজিক ভাবে বয়কট করবে। মানুষ এখন বিজেপির সাথে আসছে।
সৌমিত্র খাঁর এহেন সব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবু টুডু। তিনি বলেন, ’২০২১ শে বাংলা দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় বিজেপি নেতারা উন্মাদ হয়ে গেছে।উন্মাদরা যেমন আচরণ করে, যেমন সব কথাবার্তা বলে, তেমন দশাই এখন সৌমিত্র খাঁ সহ বিজেপি নেতাদের হয়েছে বলে দেবু টুডু মন্তব্য করেন’।


