অভিষেককে চ্যালেঞ্জ! ২ লক্ষ টাকা জমা দিলেই তবেই তৃণমূলের ক‍্যান্ডিডেট! তৃণমূল নেতার নিশানায় দলেরই বিধায়ক

অভিষেককে চ্যালেঞ্জ! ২ লক্ষ টাকা জমা দিলেই তবেই তৃণমূলের ক‍্যান্ডিডেট! তৃণমূল নেতার নিশানায় দলেরই বিধায়ক
20 Dec 2022, 11:15 PM

অভিষেককে চ্যালেঞ্জ! ২ লক্ষ টাকা জমা দিলেই তবেই তৃণমূলের ক‍্যান্ডিডেট! তৃণমূল নেতার নিশানায় দলেরই বিধায়ক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। ভোটের ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। আর নির্বাচন মানেই দলীয় প্রার্থী নির্ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষের কাছে ভোট চাইতে গেলে প্রার্থীর ভাবমূর্তির প্রভাব ভোটারদের মধ্যে পড়ে। তাই প্রত্যেক দলই চায় স্বচ্ছ, সৎ, আদর্শবান ভাবমূর্তির প্রার্থীকে টিকিট দেওয়া। তাই নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করার অনেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রার্থী ঠিক করার কাজ। অন্তত দলীয় নেতৃত্ব এ বিষয়ে বারে বারে বৈঠকে বসেন। শাসক দল তৃণমূলের তরফে এইবার স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী নির্ধারণ করার জন্যই রাজ্য নেতৃত্বের তরফে প্রতিটি জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। মানুষের কাজ করতে হবে, এই অঙ্গীকার নিয়েই প্রার্থী নির্ধারণ করা হবে। যখন দলীয় নেতৃত্বের এই নির্দেশ রয়েছে ঠিক সেই সময়েই পঞ্চায়েত ভোটে টিকিটের জন্য দুই লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। এরকম অভিযোগ তুলেছেন তৃণমূলেরই এক নেতা। ঘটনাটি ঠিক কি?

 মুর্শিদাবাদ জেলার বড়ঞার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহে আলম দলের সাংগঠনিক সভায় অভিযোগ করে বলেন, দলীয় নেতৃত্বের একাংশ পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি করছে। দলীয় টিকিট দেওয়ার জন্য দুই লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ অভিযোগ তোলেন, বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, স্থানীয় ব্লক সভাপতি রবিন ঘোষ-সহ জেলার কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে। বড়ঞা এলাকায় একটি সাংগঠনিক সভায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহে আলম বলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করার জন্য দলীয় নেতৃত্বের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এজেন্টদের দিয়ে দলের নেতৃত্বের একাংশ দুই লক্ষ টাকা করে জমা দিতে বলছে। তবেই পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হবে। বড়ঞা ব্লকে দলকে পুরো ব্যবসায় নামিয়ে ফেলেছে সেই গদ্দার, যিনি দলকে মিসগাইড করে ভুল বার্তা দিয়ে চলেছেন। আর প্রকাশ্যে এই কথা বলছি বলে আমাকেও খুনের চক্রান্ত করতে পারে দলের একাংশ। এক সংবাদ মাধ্যমকে মাহে যা জানিয়েছেন তার থেকে পরিষ্কার, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার দিকেই তিনি আঙুল তুলছেন। ওই বিধায়ক নাকি বেশ কয়েকজনকে ফোন করেও বলেছেন দুই লক্ষ টাকা করে জমা দিলেই পঞ্চায়েত ভোটে ক্যান্ডিডেট করা হবে। স্থানীয় ব্লক সভাপতির দিকেও আঙ্গুল তুলেছেন তিনি। সমিতির কর্মাধ্যক্ষ বলেন, এই ব্লক সভাপতি ২০২১ এ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি করেছিলেন।  মানুষের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন।  মমতা, অভিষেক মানুষের প্রতি একরকম বার্তা দিচ্ছেন। আর মানুষকে ভুল বার্তা দিচ্ছেন দলের এই সমস্ত নেতারা।

 আর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের এই ধরনের অভিযোগ ঘিরে সারা জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও বড়ঞার বিধায়ক ওই অভিযোগের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন। স্থানীয় ব্লক সভাপতিও বলেছেন, এই বিষয়ে চিন্তিত নই। আর তৃণমূল নেতা মাহে আলমের কথারই সুর শোনা গেল বিরোধী বিজেপি বিধায়কের গলায়। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক বলেন, তৃণমূল নেতারা পঞ্চায়েত দখল করে যে টাকার স্বাদ পেয়েছেন সেটা কোনোভাবেই ছাড়তে চাইছেন না। যদিও তৃণমূলের জেলা কমিটির তরফে দলের অন্দরে কোনো সমস্যা হলে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করছেন। সাফ জানিয়ে দিচ্ছেন, পঞ্চায়েতে তাঁরাই টিকিট পাবেন যাঁদের কথা মানুষ বলবেন। সেখানে কিভাবে এমন কথা বলতে পারেন দলের নেতা। তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

Mailing List