পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক মালদহের মানিকচকে

পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক মালদহের মানিকচকে
নারায়ণ সরকার, মালদা
পঞ্চায়েত ভোটের আগে ফের মালদহের মানিকচকে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, মানিকচকের ধরমপুর অঞ্চলের জেসারত টোলা এলাকার বাঁধ রোডের এক গোয়াল ঘরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় এলাকায় জুড়ে। এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি ব্যাগের মধ্যে বোমা রয়েছে না অন্য কিছু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত্রি দুটো নাগাদ সংশ্লিষ্ট এলাকা থেকে আবু কালাম আজাদ (৩০) নামে এক যুবককে মানিকচক থানার পুলিশ আটক করে নিয়ে যায়। ওই যুবকই গোয়াল ঘরের মালিক। আটক হওয়া যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে রয়েছে এই গোয়াল ঘরটি। সেখানে কে বা কারা ব্যাগ রেখে চলে গেছে তাদের জানা নেই। আবু কালামের স্ত্রী পারভিন খাতুন জানান, কেন স্বামীকে পুলিশ আটক করেছে তা তিনি জানেন না। ব্যাগ কারা রেখেছে তাও তাঁর অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


