মায়াপুরে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু খড়্গপুরের যুবকের, ওই যুবক মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল  

মায়াপুরে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু খড়্গপুরের যুবকের, ওই যুবক মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল   
23 Sep 2023, 06:30 PM

মায়াপুরে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু খড়্গপুরের যুবকের, ওই যুবক মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল

 

কুহেলি দেবনাথ, নদিয়া

 

রাধাঅষ্টমী উপলক্ষে খড়গপুর থেকে মায়াপুর ইসকনে ঘুরতে এসে জলে তলিয়ে গেল এক কিশোর। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রোহিত শর্মা। বয়স আনুমানিক সতেরো বছর। পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু শনিবার সকালে মায়াপুর ইসকনে ঘুরতে আসে। তিন বন্ধু মিলে স্নান করতে নামে নবদ্বীপের ভাগীরথী নদীর মহাতীর্থ শচীমাতা ঘাটে। সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানেই তলিয়ে যায়। অন্য বন্ধুরা কোনও রকমে উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। খবর পেয়ে ঘটনা চলে আসছে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। এরা প্রত্যেকে মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে।

Mailing List