উত্তরপ্রদেশে প্রকাশ‌্য রাস্তায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীকে  

উত্তরপ্রদেশে প্রকাশ‌্য রাস্তায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীকে   
21 Nov 2023, 06:15 PM

উত্তরপ্রদেশে প্রকাশ‌্য রাস্তায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: উত্তরপ্রদেশে আরও এক ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। যোগী রাজ‌্য উত্তরপ্রদেশের কৌশাম্বীতে দিনের আলোয় জনসমক্ষে এক যুবতীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতী। এবং রাস্তায় দাঁড়ানো অসংখ‌্য মানুষ তা অসহায়ের মতো দেখলেন। যুবতীকে দুষ্কৃতীর হাত থেকে বাঁচাতে একজনও এগিয়ে এলেন না। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তরা হলেন পবন ও অশোক নিশাদ। সম্পর্কে তারা দুই ভাই। এই দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই যুবতীকে ধর্ষণ করার অভিযোগ ছিল। বছর তিনেক আগে দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ নিহত তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। তরুণীর পরিবার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, এর পর থেকেই তরুণী এবং তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। একইসঙ্গে উত্ত‌্যক্ত করছিল পবন ও তার সঙ্গীরা। শুধু তাই নয়, মামলা তুলে নেওয়ার জন‌্যও চাপ দেওয়া হচ্ছিল তরুণীর পরিবারের উপর। পবনের ভাই অশোক অন‌্য একটি খুনের মামলায় জেলে ছিল। সম্প্রতি সে জামিনে জেল থেকে ছাড়া পায়। পবনও সম্প্রতি জামিনে মুক্ত হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়েই তরুণীর বাড়ি যায় দুই ভাই। সেখানে গিয়ে তারা হুমকি দিয়েছিল, যদি মামলা তোলা না হয়, তা হলে পরিণতি ভাল হবে না। কিন্তু তরুণীর পরিবার থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, মামলা কোনওভাবেই তোলা হবে না। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাঠে গরু চরাতে গিয়েছিলেন তরুণী। বাড়িতে ফেরার পথে তাঁর পথ আটকে দাড়ায় দুই ভাই। বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন তরুণী। পালানোর চেষ্টা করতেই দুই দুষ্কৃতী তাঁকে তাড়া করে এবং প্রকাশ‌্য রাস্তায় কুডুল দিয়ে কুপিয়ে খুন করে। তরুণীকে যখন খুন করা হচ্ছে, তখন একজনও বাধা দিতে এগিয়ে আসেননি। পরে খুন করে দুষ্কৃতীরা পালিয়ে গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ নিয়ে গেছে। দুই দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Mailing List