ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় যুবকের মৃত্যু পুরুলিয়ায়

ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় যুবকের মৃত্যু পুরুলিয়ায়
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফঃসল থানার হুটমুড়া জয়নগর গ্রামের অদূরে একটি ব্রিজের মাঝে। পুলিশ হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিষেক মাহাতো। তাঁর বাড়ি ভবানীপুর গ্রামে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হন। হাসপাতলে নিয়ে আসলে রাতেই তাঁর মৃত্যু হয়। আজ, সোমবার পরিবারের লোকজন দেহটি শনাক্ত করেন। জানা গিয়েছে, ওই যুবক মোটরবাইকে করে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে যায় রাতে। পরিবারের লোকজন ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তারপর তাঁরা জানতে পারেন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওই যুবকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


