এক মহিলাকে স্ত্রী বলে দুই পুরুষের টানা হ্যাঁচড়া থেকে হাতাহাতি প্রকাশ্য রাস্তায়, অবাক শহরবাসী

এক মহিলাকে স্ত্রী বলে দুই পুরুষের টানা হ্যাঁচড়া থেকে হাতাহাতি প্রকাশ্য রাস্তায়, অবাক শহরবাসী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মহিলা একজন। আর তাঁকে স্ত্রী বলে দাবি করছেন দু’জন পুরুষ। শুধু দাবি করা নয়, তা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতিও। প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে স্ত্রী দাবি করে দু’জনেই টানাটানি শুরু করে। তারপর দুই পুরুষের হাতাহাতিও শুরু হয়। ঘটনায় সকলে তো অবাক। খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় কাউন্সিলর। অবশেষে কাউন্সিলরের অফিসে বসিয়ে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও সাফল্য মেলেনি। তখন বাধ্য হয়ে সকলকে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সকলকেই থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে বুধবার। বাংলাদেশের সিলেটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম আইরিন সুলতানা (৩৫)। আর তাঁকে স্ত্রী বলে দাবি করা দুই ব্যক্তি হলেন মো. খোকন মিঞা (৪৫) এবং কবির হোসেন (৩৬)। তাঁদের বিবাদে বুধবাক সিলেট নগরের লামাবাজার উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইরিন সুলতানার সঙ্গে ১৯ বছর আগে খোকন মিঞার বিয়ে হয়েছিল। তাঁদের চারটি সন্তানও রয়েছে। কিন্তু রোজগারের জন্য বছর চারেক আগে স্ত্রী-সন্তানদের সিলেটের ভাড়া বাড়িতে মালদ্বীপে চলে যান খোকন। আর সেই সূযোগেই আইরিন আর পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শুধু সম্পর্কে জড়ানো নয়, আইনি পদ্ধতিতে কবির হোসেনকে বিয়ে করে সংসারও শুরু করেন। অন্যদিকে দেশে ফিরে খোকন মিঞা স্ত্রী খুঁজে থাকেন। বুধবারই তাঁকে বাজারে দেখতে পান। তখনই শুরু হয় বচসা। বচসা থেকে হাত ধরে টানাটানি। এমনকী, দুই পুরুষের হাতাহাতিও।
কারণ, খোকনের দাবি তিনি তালাক দেননি। তাহলে সে অন্য পুরুষকে বিয়ে করে কী করে. যদিও আইরিন আইনি মতে বিয়ের সময় তিনি তালাকপ্রাপ্ত বলে উল্লেখ করেছিলেন। সিলেট কোতোয়ালি থানায় দু’পক্ষকে নিয়ে আলোচনাও শুরু হয়। যদিও সমস্যা এখনও মেটেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে পুলিশ বড়জোর বুঝিয়ে দু’পক্ষকে নিরস্ত করতে পারে। আর খোকন মিঞা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন।যেহেতু তিনি তালাক দেননি। আর আইরিন তালাকপ্রাপ্ত বলে উল্লেখ করেছেন। তখন আইনি পথে যা হওয়ার হবে। শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার।


