লঙ্কা তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলা ও নবম শ্রেণির এক ছাত্রের

লঙ্কা তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলা ও নবম শ্রেণির এক ছাত্রের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিকেলবেলা লঙ্কা তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলা ও নবম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ শক্তিপুর থানার বাছড়া কালীতলা পাড়া এলাকায়। নিহতদের নাম বিশাখা মণ্ডল (৪৫) ও অভিজিত্ দাস (১৫)।
স্থানীয় সূত্রে খবর,রবিবার বিকেলে বিশাখা মণ্ডল জমিতে লঙ্কা তুলতে যাচ্ছিলেন। পাশের বাড়ির ছেলে অভিজিত্কেও ডাকেন। মাঠে চলে যান দু'জনে। এরপরই হঠাত্ বৃষ্টি শুরু হয়। সঙ্গে থেকে থেকেই বাজের ঝলকানি। এই বাজের শব্দে ভয় পেয়ে যান দুই পরিবারের লোকজন। ছুটে মাঠের দিকে যান তাঁরা। গিয়ে দেখেন বিশাখা ও অভিজিত্ মাটিতে পড়ে আছেন। দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় শক্তিপুর থানার পুলিশ। মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


