ছবির সেটে ভয়াবহ আগুন! তার জেরেই আপাতত স্থগিত রণবীর- শ্রদ্ধা অভিনীত ছবি লাভ রঞ্জনের শ্যুটিংয়ের কাজ

ছবির সেটে ভয়াবহ আগুন! তার জেরেই আপাতত স্থগিত রণবীর- শ্রদ্ধা অভিনীত ছবি লাভ রঞ্জনের শ্যুটিংয়ের কাজ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: একের পর এক কারণে ক্রমেই পিছিয়ে যাচ্ছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি লাভ রঞ্জনের কাজ। এবার সেই তালিকায় জুড়ে গেল আরও একটি কারণ। প্রথম থেকেই নানা কারণে লভ রঞ্জন ছবি নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে ছবির নির্মাতাদের। কখনও করোনার কোপ, কখনও আবার সেলেবদের ডেট। এবার রণবীর কাপুরের জন্যই বেশ কিছুদিন পিছিয়ে গেল লভ রঞ্জন ছবির কাজ।
কয়েকদিন আগেই এই ছবির সেটে লেগে যায় ভয়াবহ আগুন। তার জেরে বেশ কিছুদিন শুটিং স্থগিত রাখতে হয়। অন্যদিকে রণবীর কাপুর এখন বিটাউনের অন্যতম ব্যস্ত অভিনেতা। ব্রহ্মাস্ত্র-র শেষ পর্যায়ের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ কিছু সিদ্ধান্তের জন্য মাঝে কিছুদিন ব্যস্ত ছিলেন তিনি। তারই মাঝে শুটিং স্থগিত হওয়ার ফলে এখন রণবীরকে পাওয়া বেজায় মুশকিল।
'অ্যানিম্যাল' ছবিকে ডেট দেওয়ার কারণে এখন আর রণবীর ফিরতে পারছেন না 'লভ রঞ্জন' ছবির সেটে। সেই কারণেই আরও একবার স্থগিত হয়ে গেল শ্রদ্ধা কাপুর ও রণবীর অভিনীত ছবির কাজ। বলিউড সূত্রে খবর, এখন রণবীর কাপুর আগে শেষ করবেন তাঁর আগামী ছবি অ্যানিম্যাল-এর কাজ, তারপরই তিনি আবারও সময় দিতে পারবেন লাভ রঞ্জন-এ। যদিও ছবির শুটিং-এ বাকি ছিল মাত্র একটি গানের দৃশ্য। বাকি কাজ শেষ, তবে সেই সময়টুকুও এখন দিয়ে উঠতে পারছেন না রণবীর কাপুর।
যা নিয়ে এখন বেজায় সমস্যার মুখে লভ রঞ্জন টিম। অন্যদিকে শ্রদ্ধা কাপুরের হাতেও বেশ কিছু ছবির কাজ রয়েছে। ফলে পরবর্তীতে আবারও ডেট মিলিয়ে তাঁদের এক ফ্রেমে নিয়ে আসাই এখন এই ছবির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রদ্ধা কাপুর ও রণবীর জুটির ছবি ঘিরে তাই এখন কেবলই ধোঁয়াশা।


