সাত সকালেই হাওড়ার প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন

30 Nov 2022, 09:30 AM
সাত সকালেই হাওড়ার প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন
সুলেখা চক্রবর্তী, বেলুড়
সাত সকালেই অগ্নিকান্ডের ঘটনা হাওড়ায়। আজ, বুধবার সকাল সাতটা নাগাদ বেলুড় থানার অন্তর্গত বেলুড় রোডের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে কারখানা থেকে সমস্ত লোকজন বাইরে বেরিয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আগুনের ব্যাপকতা যা তাতে আরো ইঞ্জিন আসছে বলে সূত্রের খবর। এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এখনও হতাহতের কোন খবর নেই। কিভাবে আগুন লাগলো তাও এখনও স্পষ্ট নয়।


