স্কুল থেকে ফেরার পথে পুরুলিয়ায় বাজ পড়ে এক পড়ুয়া-সহ দু’জনের মৃত্যু, গুরুতর আহত আরও এক পড়ুয়া

স্কুল থেকে ফেরার পথে পুরুলিয়ায় বাজ পড়ে এক পড়ুয়া-সহ দু’জনের মৃত্যু, গুরুতর আহত আরও এক পড়ুয়া
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত জোরাডি গ্রামে বাজ পড়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। নাম রাজেশ মল্লিক। বয়স ১০ বছর। সে গ্রামের স্কুলেই চতুর্থ শ্রেণীতে পড়ত। ঘটনায় আহত হয়েছে অপর এক ছাত্র। গুরুতর আহত ছাত্রটির নাম দেব মল্লিক। তার বয়স ৮ বছর। সে দ্বিতীয় শ্রেনীতে পড়ে।
এদিন স্কুল ছুটির পর ঐ দুই ছাত্র অন্যান্যদের সাথে গ্রামের অদূরে খেলা করছিল। বৃষ্টিপাত শুরু হলে তারা একটি পলাশ গ্রামের তলায় আশ্রয় নেয়। ঐ সময় সেই পলাশ গ্রামে বাজ পড়লে তারা গুরুতর আহত হয়।গ্রামবাসীদের ঘটনাটি নজরে আসতেই ঐ দুই ছাত্রকে উদ্ধার করে স্হানীয় বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ঐ হাসপাতালের ডাক্তারেরা রাজেশ মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। আর অপর ছাত্র দেব মল্লিকের অবস্হা সংকটজনক হওয়ার কারণে তাকে বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কিছুদিন আগেই পুরুলিয়াতে বজ্রপাতেই মৃত্যু হয় আর এক ছাত্রের।
অন্যদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত ডুমুরহিড় গ্রামে নিজের বাড়িতেই রাজমিস্ত্রীর কাজ করার সময় বজ্রপাতে হালিম আনসারি নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্হানীয়রা তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


